shono
Advertisement

Breaking News

Territorial Army

ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হতে চান? সুযোগ টেরিটোরিয়াল আর্মিতে, কী যোগ্যতা প্রয়োজন? 

কী এই টেরিটোরিয়াল আর্মি?
Published By: Subhankar PatraPosted: 07:17 PM May 10, 2025Updated: 07:17 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত দেশের পরিস্থিতি। নির্লজ্জ পাকিস্তানের পরপর হামলা রুখে, পালটা প্রত্যাঘাত করছে ভারত। সেনা জওয়ানরা সীমান্তে কড়া নজরদারি জারি রেখেছে। এই আবহে টেরিটোরিয়াল আর্মিকে মাঠে নামাতে সেনপ্রধানকে ছাড়পত্র দিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। সামরিক প্রত্যঘাতের প্রয়োজন পড়লেই তাঁদের নামাবে সেনা। কিন্তু কী এই টেরিটোরিয়াল আর্মি? কী করে এই সেনায় যোগ দেওয়া যায়? কী যোগ্যতা দরকার? সিলেকশন প্রক্রিয়া কী? রইল সব তথ্য।

Advertisement

টেরিটোরিয়াল আর্মি বা টিএ-তে যোগ দিয়ে দেশের সেবা করা যায়। এই আর্মি সিটিজেন আর্মি নামেও পরিচিত। সরাসরি সেনায় যোগ না দিয়ে দেশের সেবায় নিয়োজিত করা যায় নিজেকে।

টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেওয়ার যোগ্যতা :
এখানে যোগ দেওয়ার জন্য প্রার্থীকেই অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। যে-কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। সঙ্গে সরকারি, বেসরকারি, আধা-সরকারি, প্রাইভেট সেক্টরে কাজ করতে হবে বা ব্যবসায়ী হতে হবে। তবে আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, প্যারামিলিটারি অথবা সমান ফোর্সে চাকরিরতরা টেরিটোরিয়াল আর্মিতে যোগ দিতে পারবেন না।

নিয়োগ প্রক্রিয়া:
অনেকগুলি ধাপে টেরিটোরিয়াল আর্মিতে নিয়োগ করা হয়। লিখিত পরীক্ষা, প্রথম ধাপের ইন্টারভিউ, এসএসবি ইন্টারভিউ ও সবশেষে শারীরিক পরীক্ষা। সবকিছুতে উর্ত্তীণ হওয়ার পর এখানে যোগ দেওয়া যাবে।

১.অনলাইন প্রবেশিকা পরীক্ষা: লিখিত পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি থাকে সেই পরীক্ষায়।

২. প্রাথমিক ইন্টারভিউ: লিখিত পরীক্ষায় পাশ করার পর বাছাই করা পরীক্ষার্থীদের প্রাথমিক ইন্টারভিউতে ডাকা হবে।

৩.এসএসবি ইন্টারভিউ: প্রাথমিক ইন্টারভিউর পর প্রার্থীদের এসএসবির ইন্টারভিউতে ডাকা হয়। মানসিক যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী এবং সামগ্রিক ব্যক্তিত্বের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হয়।

৪. মেডিক্যাল পরীক্ষা: সব কিছুতে পাশ করার পর প্রার্থীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। টেরিটোরিয়াল আর্মির জন্য প্রয়োজনীয় শারীরিক মাপকাঠিতে পাশ করার পর প্রার্থীকে নিয়োগ করা হয়। নির্বাচিত হওয়ার পর এদের ছয় মাস প্রি কমিশন ট্রেনিং দেওয়া হয়। এছাড়াও বছরে দুই মাস ক্য়াম্পও হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত দেশের পরিস্থিতি। নির্লজ্জ পাকিস্তানের পরপর হামলা রুখে, পালটা প্রত্যাঘাত করছে ভারত।
  • এই আবহে টেরিটোরিয়াল আর্মিকে মাঠে নামাতে সেনপ্রধানকে ছাড়পত্র দিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার।
  • কিন্তু কী এই টেরিটোরিয়াল আর্মি? কী করে এই সেনায় যোগ দেওয়া যায়? কী যোগত্যা দরকার? সিলেকশন প্রক্রিয়া কী? রইল সব তথ্য।
Advertisement