shono
Advertisement
IEM Kolkata

আইইএম কলকাতায় শুরু হল গ্লোবাল আইইএম-হিলস হেলথ সামিট ২০২৫

আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন।
Published By: Subhodeep MullickPosted: 05:43 PM Sep 20, 2025Updated: 05:43 PM Sep 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে আইইএম কলকাতায় শুরু হয়ে গেল গ্লোবাল আইইএম-হিলস হেলথ সামিট ২০২৫। সল্টলেকের আইইএম ম্যানেজমেন্ট হাউসের সিআইআই অডিটোরিয়ামে চলছে এই সম্মেলন। চলবে ২১ সেপ্টেম্বর, রবিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইএম-ইউইএম গ্রুপের সভাপতি অধ্যাপক বনানী চক্রবর্তী এবং আইইএমের পরিচালক অধ্যাপক ডঃ সত্যজিৎ চক্রবর্তী, আইকিউএসি-র পরিচালক অধ্যাপক ডঃ. রাজশ্রী পাল -সহ আরও অনেকে।

Advertisement

নতুন নতুন চিন্তাধারা, প্রযুক্তি এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটাতেই এই সম্মেলনটির আয়োজন করা হয়েছে। পাশাপাশি, এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোগ প্রতিরোধ ক্ষমতা, মাইক্রোআরএনএ ন্যানোথেরাপিউটিক্সের মতো বিভিন্ন উদীয়মান ক্ষেত্রগুলির উপর আলোকপাত করা হবে। একইসঙ্গে এই সম্মেলনে বিশেষ কিছু অধিবেশনেরও আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য় পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে শনিবার একদল শিক্ষার্থী এক প্রকল্প উপস্থাপন করবেন।

এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক ডঃ সত্যজিৎ চক্রবর্তী বলেন, “আইইএম-হিলস ২০২৫ একটি একাডেমিক অনুষ্ঠানের চেয়েও বেশি। এটি অগ্রগতি এবং সহযোগিতার উদযাপন।” আইইএম-এর বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান এবং আহ্বায়ক অধ্যাপক ডঃ প্রবীর কুমার দাস বলেন, “আমাদের লক্ষ্য হল স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন  সমস্যার সমাধান করা এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে ত্বরান্বিত করা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার থেকে আইইএম কলকাতায় শুরু হয়ে গেল গ্লোবাল আইইএম-হিলস হেলথ সামিট ২০২৫।
  • সল্টলেকের আইইএম ম্যানেজমেন্ট হাউসের সিআইআই অডিটোরিয়ামে চলছে এই সম্মেলন।
Advertisement