সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরিই লক্ষ্য? তার জন্য নিয়মিত পড়াশোনা করেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। গ্রামীণ ডাক সেবক এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা IPPB (ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক)। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? খুঁটিনাটি জেনে আবেদন করুন এখনই।
মোট শূন্যপদ- ৩৪৮
বাংলায় শূন্যপদ- ১২
পদের নাম - গ্রামীণ ডাক সেবক এক্সিকিউটিভ
আবেদনের যোগ্যতা- যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়স- ১-০৮-২০২৫ তারিখে বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন এই পদে।
বেতন- ৩০,০০০ টাকা।
আবেদনের পদ্ধতি- www.ippbonline.com-এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে আবেদন। ফর্ম ফিলাপের পর আপলোড করতে হবে যাবতীয় শংসাপত্র।
আবেদনের শেষ তারিখ- ২৯ অক্টোবর, ২০২৫।
আবেদন মূল্য-৭৫০ টাকা।
নিয়োগের পদ্ধতি- প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই পদে নিয়োগের জন্য কোনওরকম পরীক্ষা দিতে হবে না। স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তৈরি করা হবে আবেদনকারীদের মেধা তালিকা। সেই অনুযায়ী হবে নিয়োগ। তবে প্রয়োজনে ব্যাঙ্কের তরফে লিখিত পরীক্ষার আয়োজন করা হতেও পারে। দেরি না করে আবেদন করে ফেলুন এখনই।
(আবেদনের পূর্বে অবশ্যক নজর রাখুন IPPB-এর অফিশিয়াল ওয়েবসাইটে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন সেখানে।)
