মলয় কুণ্ডু: স্বায়ত্তশাসিত রাজ্যের সমস্ত পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ফের কড়া অবস্থান নিল রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হল, সংস্থাগুলি কোনওভাবেই নিজস্ব নিয়োগ করতে পারবে না। প্রয়োজনীয় কোনও পদে নিয়োগ করতে হলে তা করতে হবে কেবলমাত্র রাজ্যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমেই। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে বিষয়টি ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সব পুরসভা, নোটিফায়েড এরিয়া কর্তৃপক্ষ, ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ কর্তৃপক্ষকে। পুর ও নগরোন্নয়ন দপ্তর নির্দেশিকা দিয়ে জানিয়েছে, এসব প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের দায়িত্ব মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের।
একইসঙ্গে জানানো হয়েছে, এই নির্দেশের আওতায় পড়বে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানগুলিও। মিউনিসিপ্যালিটি ও নোটিফায়েড এরিয়া কর্তৃপক্ষ কর্মী নিয়োগের প্রয়োজন হলে তা 'ডিরেক্টর অফ লোকাল বডিজ'-এর মাধ্যমে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে জানাবে। পুরসভা উন্নয়ন কর্তৃপক্ষগুলি নিয়োগের বিষয়টি পুর ও নগরোন্নয়ন দপ্তরের মাধ্যমে জানাবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে। দপ্তর সূত্রে খবর, আগেই নির্দেশ ছিল। কিন্তু নিয়োগ নিয়ে 'আর্বান লোকাল বডি'গুলি নিজের মতো সিদ্ধান্ত ও নেওয়ায় বেশ কিছু ক্ষেত্রে জট পাকে। এবার তা যাতে না হয়, তার জন্য গাইডলাইন তৈরি করে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হাই কোর্ট সূত্রে খবর, সম্প্রতি 'সন্দীপন খান বনাম পশ্চিমবঙ্গ রাজ্য ও অন্যান্য' মামলায় আবেদনকারী অভিযোগ করেন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ না করেই পুরসভা কর্তৃপক্ষ নিজেরা সরাসরি নিয়োগ করেছে। এই মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেয় বিষয়টি নিয়ে ২০১৯ সালের ৯ জানুয়ারি রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল, সেই নির্দেশ আরও একবার আরবান লোকাল বডিগুলিকে জানাতে। এর আগে বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য জানিয়েছিল, ক্যাটাগরি এ, বি এবং সি-র নিয়োগের ক্ষেত্রে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পরামর্শ নেওয়া যেতে পারে। এবং সেই পরামর্শের উপর ভিত্তি করে এ এবং বি ক্যাটাগরির নিয়োগ করা যাবে। এবার সেই বিষয়গুলি মাথায় রেখে সুস্পষ্ট গাইডলাইন তৈরি করে দিল রাজ্য সরকার।