সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্যবাসীর উন্মাদনা তুঙ্গে। উদ্বোধনের পর থেকে পর্যটকদের ঢল লেগেই রয়েছে। যার ফলে আশার আলো দেখছেন ব্যবসায়ীরাও। কিন্তু জানেন কি এই জগন্নাথ মন্দিরে চাকরি পেতে পারেন আপনিও? অবাক হচ্ছেন! হ্যাঁ, পাবলিক রিলেশন ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জগন্নাথধামের নিজস্ব ওয়েবসাইটে। চলুন জেনে নিন খুঁটিনাটি তথ্য।
নিয়োগের বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আপনি স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী বা পরীক্ষার্থীর সেলসে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৫ বছরের বেশি ও ৬০ বছরের কম। নিশ্চয়ই ভাবছেন বেতন কত? তা খোলসা করা হয়নি বিজ্ঞপ্তিতে। জানানো হয়েছে, বাজার মূল্য অনুযায়ী দেওয়া হবে বেতন, যদিও তা আলোচনা সাপেক্ষ। নিয়োগের পদ্ধতি কী? ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। আগামী ৫ সেপ্টেম্বর হবে ইন্টারভিউ। অংশ নিতে আপনাকে যেতে হবে PMU অফিস, তৃতীয়তল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, দিঘা জগন্নাথধাম, পূর্ব মেদিনীপুর। যাবতীয় নথি নিয়ে পৌঁছে যেতে হবে বেলা ১১ টার মধ্যে।
কিন্তু কাজ কী? বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিযুক্তকে জেলা প্রশাসন, সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ, DSDA ও এই ধরণের সকলের সঙ্গে কোঅর্ডিনেটরের কাজ করতে হবে। দর্শনার্থীদের কেমন লাগছে, কোনটা ভালো, কোনটা খারাপ, বা কী সমস্যা বলছেন সেগুলো জানতে হবে। মোটের উপর সমন্বয়সাধন ও অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই। তাই দেরি না করে আগ্রহী হলে গুছিয়ে ফেলুন যাবতীয় নথি। কালই পৌঁছে যান নির্দিষ্ট ঠিকানায়।
