shono
Advertisement

Breaking News

মাধ্যমিক পাশেই জেলা আদালতে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগামী ৮জুলাই আবেদনের শেষ দিন৷ The post মাধ্যমিক পাশেই জেলা আদালতে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:53 PM Jun 20, 2019Updated: 06:53 PM Jun 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি৷ স্টেনোগ্রাফার গ্রেড-৩, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি (পিওন/ নৈশপ্রহরী/ঝাড়ুদার)-সহ একাধিক বিভাগে হাওড়া জেলা আদালতে কর্মী নিয়োগ করা হবে৷ আপাতত চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ হবে৷ তবে ভবিষ্যতে কাজের নিরিখে এই প্রার্থীদের স্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হতে পারে৷ আগামী ৮ জুলাই আবেদনের শেষ দিন৷

Advertisement

স্টেনোগ্রাফার গ্রেড-৩
শূন্যপদ: ৮টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতেই হবে৷ এছাড়াও মিনিটে ৩০টি ইংরাজি শব্দ কম্পিউটারে টাইপ করতে পারার দক্ষতা থাকা বাঞ্ছনীয়৷ কম্পিউটারে সার্টিফিকেট কোর্স করা থাকলে সেই আবেদনকারী অগ্রগণ্য৷
বেতন: গ্রেড পে ৩৯০০ টাকা হিসাবে বেতন ৭১০০ টাকা থেকে ৩৭ হাজার ৬০০ টাকা৷

লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ: ২১টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতেই হবে৷ এছাড়াও কম্পিউটারে সার্টিফিকেট কোর্স করা আবশ্যক৷
বেতন: গ্রেড পে ২৬০০ টাকা হিসাবে এই শূন্যপদে প্রার্থীদের ৫৪০০টাকা থেকে ২৫ হাজার ২০০টাকা বেতন দেওয়া হবে৷

প্রসেস সার্ভার
শূন্যপদ: ১১টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণি পাশ হতেই হবে৷
বেতন: এই শূন্যপদে নিয়োগ হওয়া প্রার্থী গ্রেড পে ২৩০০ টাকা হিসাবে ৫৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা বেতন পাবেন৷

[ আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন নিয়োগের খুঁটিনাটি]

গ্রুপ ডি (পিওন/নৈশপ্রহরী)
শূন্যপদ: ২৮টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যেতে পারে৷
বেতন: এই পদের গ্রেড পে ১৭০০ টাকা৷ এই হিসাবে চাকুরিরতরা ৪৯০০ টাকা থেকে ১৬ হাজার ২০০ টাকা বেতন হিসাবে পাবেন৷

গ্রুপ ডি (ঝাড়ুদার)
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনকারীর বাংলা, হিন্দি, ইংরাজিতে লিখতে এবং পড়তে পারার যোগ্যতা থাকা বাধ্যতামূলক৷
বেতন: নিযুক্ত প্রার্থীরা ১৭০০ টাকা গ্রেড পে হিসাবে ৪৯০০ টাকা থেকে ১৬২০০ টাকা বেতন পাবেন৷

আবেদনকারীর বয়সসীমা: ১ জুন, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে পারেন৷ সরকারি নিয়মানুযায়ী তপসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী ৩ বছর বয়সে ছাড় পাবেন৷

[ আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশেই জেলা আদালতে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি: www.djhowrahrecruitment.com এই ওয়েবসাইটের মাধ্যমে এই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন৷ সাধারণ(জেনারেল) প্রার্থীদের ফি হিসাবে ৪০০ টাকা জমা দিতে হবে৷ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের স্টেনোগ্রাফার গ্রেড-৩, লোয়ার ডিভিশন ক্লার্ক বিভাগে আবেদনের জন্য ব্যাংকে ৩০০ টাকা জমা দিতে হবে৷ প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি (ঝাড়ুদার) পদের জন্য ব্যাংকে জমা দিতে হবে মাত্র ১৫০ টাকা৷ ৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে৷

প্রার্থী নির্বাচনের পদ্ধতি: লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে৷ তবে কবে, কোথায় পরীক্ষা হবে তা জানার জন্য ওই ওয়েবসাইটে নজর রাখতে হবে৷

The post মাধ্যমিক পাশেই জেলা আদালতে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement