shono
Advertisement

Govt Jobs 2021: মাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি, আবেদনের শর্ত জানেন তো?

আগ্রহীরা আগামী ৭ অক্টোবরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
Posted: 05:25 PM Oct 03, 2021Updated: 05:25 PM Oct 03, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি (Job) খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং কাউন্সেলর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কালিম্পং (Kalimpong) জেলা প্রশাসন। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

কোন বিভাগে কত শূন্যপদ
লোয়ার ডিভিশন ক্লার্ক – ২
কাউন্সেলর –

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
লোয়ার ডিভিশন ক্লার্ক:
মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
কাউন্সেলর:
সাইকোলজিতে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: Govt Jobs 2021: অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের শর্ত]

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
https://kalimpong.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের ফর্ম সংগ্রহ করতে পারেন। তারপর তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা:
অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওল্ড হোটেল ছিমাল, রিংকিংপং রোড, কালিম্পং। পিন: ৩৪৩০১।

আবেদনের শেষ দিন:
আগামী ৭ অক্টোবরের মাধ্যমে আগ্রহীকে আবেদন করতে হবে।

প্রার্থী নিয়োগের পদ্ধতি:
লিখিত এবং কম্পিউটারভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

আগ্রহী প্রার্থীকে আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটির জন্য https://kalimpong.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: মোটা বেতনের চাকরির সুযোগ স্টেট ব্যাংকে, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement