shono
Advertisement
ONGC

ONGC তে ২ হাজারের বেশি আসনে অ্যাপ্রেন্টিসের সুযোগ, আবেদন করুন এখনই

জেনে নিন নিয়োগের পদ্ধতি।
Published By: Tiyasha SarkarPosted: 06:59 PM Oct 23, 2025Updated: 06:59 PM Oct 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ONGC (অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড)-তে অ্যাপ্রেন্টিসের সুযোগ। রয়েছে ২ হাজারের বেশি আসন। কীভাবে আবেদন করবেন, আবেদনের ন্যূনতম যোগ্যতা কী, শেষ তারিখই বা কবে, চলুন জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

মোট শূ্ন্যপদ- ২০৬৩
পদের নাম- অ্যাপ্রেন্টিস

শিক্ষাগত যোগ্যতা- অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। তবে আইটিআই উত্তীর্ণ বা স্নাতকউত্তীর্ণ হলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করবে স্টাইপেন।

স্টাইপেনের পরিমাণ-

১. গ্রাজুয়েট- ১২,৩০০ টাকা
২. ডিপ্লোমা- ১০, ৯০০ টাকা
৩. ট্রেড অ্যাপ্রেন্টিস- ৮, ২০০ টাকা
৪. একবছরের আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস- ৯, ৬০০ টাকা
৫. ২ বছরের আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস- ১০, ৫৬০ টাকা

আবেদনের বয়স- ৬ নভেম্বর, ২০২৫ তারিখে বয়স ১৮ বছর হলেই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি- www.ongcapprentices.ongc.co.in -এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করুন। তবে তার আগে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।

নিয়োগের পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তৈরি করা হবে মেধাতালিকা। তার ভিত্তিতেই নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ- ৬ নভেম্বর, ২০২৫।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
  • ৬ নভেম্বর, ২০২৫ তারিখে বয়স ১৮ বছর হলেই আবেদন করতে পারবেন।
  • www.ongcapprentices.ongc.co.in -এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করুন।
Advertisement