সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর ২৪ পরগণার হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সম্প্রতি নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবছর ২০২৫-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। ভর্তি প্রক্রিয়ায় আবেদন গ্রহণ শুরু হয়েছে ৮ আগস্ট থেকে।
মোট চারটি বিভাগে পড়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইতিহাস, জার্নালিজম ও মাস কমিউনিকেশন এবং এডুকেশন। দুবছরের এই কোর্সগুলি চারটি সেমিস্টারে শেষ হবে। সেমিস্টার পিছু খরচ পড়বে ১০০০টাকা থেকে সর্বাধিক ৪৮০০ টাকা।
জার্নালিজম ও মাসকমিউনিকেশন বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারেন যেকোনও শাখার স্নাতকরা। এছাড়া উল্লিখিত বাকি বিষয়গুলির জন্য উক্ত বিষয়ে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যিক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র ২০২২-২৪ সালের মধ্যে স্তাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরাসরি আবেদনপত্র-সহ অন্যান্য ডকুমেন্টস জমা করে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে কোনও আবেদন মূল্য ছাত্রছাত্রীদের জমা দিতে হবে না। বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।
