shono
Advertisement

Breaking News

Bharat Sevashram Sangha

স্বামী প্রণবানন্দের শিক্ষাদর্শ নিয়ে গবেষণা টেকনো ইন্ডিয়ায়, পথ দেখাবে নতুন প্রজন্মকে

গবেষণা করেছেন ভারত সেবাশ্রম সংঘের ছাত্র হিরন্ময় রায়।
Published By: Buddhadeb HalderPosted: 04:04 PM Aug 21, 2025Updated: 04:04 PM Aug 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুব ও ছাত্রসমাজের নৈতিক চরিত্র গঠনে স্বামী প্রণবানন্দ মহারাজের ভূমিকা সর্বজনবিদিত। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি প্রথম থেকেই ছাত্রদের নৈতিক চরিত্র গঠনের উপর জোর দিয়েছিলেন। সেবাকাজের পাশাপাশি আদর্শ সমাজ গঠনে তাঁর ভূমিকা ছিল অপরিসীম।

Advertisement

আর তাঁর মতাদর্শের উপর নির্ভর করেই আজকের শিক্ষার প্রাসঙ্গিকতা ও বর্তমান সমাজে তা কতখানি গ্রহণযোগ্য, এ নিয়ে গবেষণা করেছেন ভারত সেবাশ্রম সংঘের ছাত্র হিরন্ময় রায়।

নিউ টাউনে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ২০২৫ সালের সমাবর্তন অনুষ্ঠানে হিরন্ময়ের হাতে পিএইচ.ডি ডিগ্রি তুলে দেন কো-চ্যান্সেলর ডক্টর মানসী রায়চৌধুরী এবং রেক্টর অধ্যাপক ডক্টর গৌতম সেনগুপ্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যান্সেলর ডক্টর গৌতম রায়চৌধুরী, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সৌরভানন্দ মহারাজ, পণ্ডিত হরিহরণ, অভিনেত্রী অপর্ণা সেন, ভারতে গুগল এডুকেশানের প্রধান সঞ্জয় জৈন প্রমুখ।

রেক্টর গৌতম সেনগুপ্তের তত্ত্বাবধানে এই গবেষণা সম্পন্ন হয়। তিনি বলেন, স্বামী প্রণবানন্দের মতো মহান শিক্ষাবিদের আদর্শ নিয়ে এই গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি দিশা তৈরি করবে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ এ ধরনের গবেষণায় বর্তমান ছাত্রসমাজকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। গবেষক হিরন্ময় রায় বলেন, বর্তমান ছাত্রসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এই গবেষণা নতুন প্রজন্মকে পথ দেখাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি প্রথম থেকেই ছাত্রদের নৈতিক চরিত্র গঠনের উপর জোর দিয়েছিলেন।
  • বর্তমান সমাজে তা কতখানি গ্রহণযোগ্য, এ নিয়ে গবেষণা করেছেন ভারত সেবাশ্রম সংঘের ছাত্র হিরন্ময় রায়।
  • রেক্টর গৌতম সেনগুপ্তের তত্ত্বাবধানে এই গবেষণা সম্পন্ন হয়।
Advertisement