shono
Advertisement

মাধ্যমিক উত্তীর্ণ? চাকরি পেতে পারেন রিজার্ভ ব্যাংকে, জেনে নিন আবেদনের পদ্ধতি

আবেদনের শেষ দিন ১৫ মার্চ।
Posted: 03:36 PM Feb 26, 2021Updated: 05:59 PM Feb 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। অফিস অ্যাটেডেন্ট পদে মোট ৮৪১ জনকে নিয়োগ করতে চলেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

শূন্যপদ:

আহমেদাবাদ – ৫০
ব্যাঙ্গালোর – ২৮
ভোপাল – ২৫
ভুবনেশ্বর – ২৪
চন্ডীগড় – ৩১
চেন্নাই – ৭১
গুয়াহাটি – ৩৮
হায়দরাবাদ – ৫৭
জম্মু – ৯
জয়পুর – ৪৩
কানপুর – ৬৯
কলকাতা – ৩৫
মুম্বাই – ২০২
নাগপুর – ৫৫
নিউ দিল্লি – ৫০
পাটনা – ২৮
তিরুবন্তপুরম – ২৬

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীদের দশম শ্রেণি উর্ত্তীর্ণ হতে হবে। রিজার্ভ ব্যাংকের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, স্নাতক অথবা স্নাতকোত্তরদের আবেদনপত্র গৃহীত হবে না।

আবেদনের বয়সসীমা:

আবেদনকারীর বয়স ০১/০২/২০২১-এ ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ০২/০২/ ১৯৯৬ থেকে ০১/০২/২০০৩ এর মধ্যে জন্মগ্রহণকারীরাই আবেদন করতে পারবেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থী ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীর ৩ বছর বয়সে ছাড় পাবেন।

বেতন:

এই শূন্যপদে নিযুক্তরা ১০,৯৪০ থেকে ২৩,৭০০ টাকা বেতন পাবেন।

আবেদনের ফি:

আবেদনকারীদের ফি হিসেবে জমা দিতে হবে ৪৫০ টাকা। তফশিলি জাতি, উপজাতি প্রাক্তন চাকরিজীবীরা ছাড় পাবেন ৫০ টাকা। ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে। সেটির প্রিন্ট আউট রেখে দিতে হবে। পরবর্তীকালে ওই স্লিপটির প্রয়োজন পড়বে।

আবেদনের পদ্ধতি:

২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে www.rbi.org.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

[আরও পড়ুন: করোনা কালে ইন্টারভিউর মাধ্যমে মিলতে পারে নার্সের চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement