shono
Advertisement
SBI

আপনি স্নাতক? পাঁচশোর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ SBI-এর

আবেদনের শেষ তারিখ কবে?
Published By: Tiyasha SarkarPosted: 12:36 PM Jun 25, 2025Updated: 12:36 PM Jun 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নাতক পাশ করেছেন? ব্যাঙ্কে চাকরির আশায় পড়াশোনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। পাঁচশোর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।

Advertisement

মোট শূন্যপদ- ৫৪১

পদ- প্রবেশনারি অফিসার (PO)

বয়সসীমা- বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা- যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তাহলেই এই পদে আবেদন করতে পারবেন।

আবেদনের মূল্য- সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৭৫০ টাকা। তবে তফশিলি জাতী ও উপজাতির ক্ষেত্রে আবেদনে কোনও খরচ নেই।

আবেদনের পদ্ধতি

১. প্রথমে এসবিআইয়ের ওয়েবসাইট sbi.co.in-এ যান।
২. বেছে নিন Careers অপশন।
৩. এরপর যান '‘Current Openings’-এ। সেখানে SBI PO এর তালিকায় গিয়ে ক্লিক করুন‘Apply Online’।
৪. রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। ইউনিক রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড যত্ন করে রাখবেন।
৫. রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাকি ফর্ম ফিলআপ করুন।
৬. প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৭. এরপর সাবমিট করুন।

আবেদনের শেষ তারিখ - ৭ জুলাই ২০২৫

আবেদনের পূর্বে অবশ্যই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি দেখে নেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন।
  • যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
Advertisement