shono
Advertisement

মাস্টার্স করা থাকলেই রাজ্য সরকারের এই শূন্যপদে আবেদন করতে পারেন আপনি

অনলাইনেই আবেদন করুন৷ The post মাস্টার্স করা থাকলেই রাজ্য সরকারের এই শূন্যপদে আবেদন করতে পারেন আপনি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:11 PM Aug 20, 2018Updated: 08:41 PM Aug 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনিয়র কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা, শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর৷ সংশ্লিষ্ট দপ্তরের //wbcdwdsw.gov.in–এই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে৷ চুক্তির ভিত্তিতেই কর্মী নিয়োগ করা হবে৷ তবে কর্মীর কাজের ভিত্তিতে বাড়তে পারে চুক্তির সময়সীমা৷

Advertisement

[ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ, স্নাতক হলেই করতে পারেন আবেদন]

যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করা থাকলেই সিনিয়ার কনসালট্যান্ট পদে আবেদন করতে পারেন৷ তবে নিউট্রিশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে সেই প্রার্থী অগ্রাধিকার পাবেন৷ ইংরাজি এবং বাংলায় লিখতে ও বলতে পারা বাধ্যতামূলক৷ অন্য কোনও ভাষা জ্ঞান রয়েছে, এমন প্রার্থীও অগ্রাধিকার পাবেন৷ নিউট্রিশন নিয়ে পড়ানো বা রিসার্চ করার অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থী অগ্রগণ্য৷ নির্বাচিত প্রার্থী কত ভাল কথা বলতে পারেন তা ইন্টারভিউয়ের সময় দেখে নেওয়া হবে৷ আবেদনকারীর কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক৷ পয়লা জানুয়ারি ২০১৮ তারিখ পর্যন্ত ন্যূনতম বয়স ৩৫ বছর। ৫০ বছর পর্যন্ত বয়সী প্রার্থীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এসসি, এসটি ও ওবিসি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷

[মাস্টার্স করেছেন? তবে আপনার জন্য রইল চাকরির সন্ধান]

ইচ্ছুক প্রার্থীদের //wbcdwdsw.gov.in –এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে৷ তারপর ওই আবেদনপত্র ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্ক্যান করে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে biswajit.pathak@pdcsl.in –এই ই-মেল আইডিতে আবেদন পত্র পাঠাতে হবে৷ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে৷ ই-মেলের মাধ্যমে ইন্টারভিউয়ের তারিখ, স্থান জানানো হবে প্রার্থীদের৷ চুক্তির ভিত্তিতে সিনিয়র কনসালট্যান্ট পদে প্রার্থী নিয়োগ করা হবে৷ প্রথম দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত  নির্বাচিত প্রার্থীর সঙ্গে চুক্তি করবে সংশ্লিষ্ট দপ্তর৷ ওই প্রার্থীর যোগ্যতার উপর নির্ভর করে বাড়তে পারে চুক্তির সময়সীমাও৷

The post মাস্টার্স করা থাকলেই রাজ্য সরকারের এই শূন্যপদে আবেদন করতে পারেন আপনি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement