shono
Advertisement
Internship

বিদেশ থেকে পাশ করেও ডাক্তারির সুযোগ মিলছে না? পথ দেখাচ্ছে রাজ্যের ৬ মেডিক্যাল কলেজ

জুনিয়র ডাক্তারহীন এই ৬ মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপে অগ্রাধিকার বিদেশ থেকে পাশ করে আসা পড়ুয়ারা, জেনে নিন বিস্তারিত।
Published By: Sucheta SenguptaPosted: 11:53 PM Jan 10, 2025Updated: 12:07 AM Jan 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের ছটি মেডিক্যাল কলেজে নেই কোনও জুনিয়র ডাক্তার। এর মধ্যে রয়েছে একটি বেসরকারি মেডিক্যাল কলেজও। এই সব মেডিক্যাল কলেজে রোগীদের স্বার্থে ইন্টার্নশিপের দরজা খুলে দেওয়া হল বিদেশি ডিগ্রি নিয়ে ফেরা ডাক্তারদের জন্য। স্বাস্থ্যদপ্তরের তথ্য বলছে, এই মেডিক্যাল কলেজ গুলির বয়স একবছরের বেশি আবার পাঁচ বছরের কম। ফলে এই কলেজগুলি থেকে এখনও পর্যন্ত এমবিবিএস-এর প্রথম ব্যাচের পড়ুয়াই পাস করে বেরননি। স্বাভাবিকভাবেই জুনিয়র ডাক্তারও নেই। তাই এখানে ভর্তি থাকা রোগী এবং একইসঙ্গে আউটডোর সামলাতে হচ্ছে সিনিয়র রেসিডেন্সিয়াল থেকে অধ্যাপক ডাক্তারদের। অবস্থা রীতিমত জটিল। রোগী দেখে, ক্লাস নিয়ে তুমুল চাপের মধ্যে রয়েছেন অধ্যাপক বিশেষজ্ঞরা। তাঁদের চাপ কমাতে নয়া উদ্যোগ নিল স্বাস্থ্যদপ্তর।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, রাশিয়া, চিন, ইউক্রেন–সহ বিদেশ থেকে ডাক্তারি পাশ করে আসা যে সব চিকিৎসক পড়ুয়া অতিমারী, যুদ্ধ ইত্যাদির কারণে ইন্টার্নশিপ করে উঠতে পারেননি, তাঁদেরই মূলত এসব মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন ওই পড়ুয়াদের ইন্টার্নশিপ কোর্স করার সমস্যা মিটবে, তেমনই মেডিক্যাল কলেজগুলিতেও লোকবল বাড়বে। জুনিয়র ডাক্তারদের খরা কাটবে। আউটডোরে যেমন রোগী দেখবেন তাঁরা, তেমনই ভর্তি থাকা রোগীদের প্রাথমিক চিকিৎসা সামলে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ পাবেন।

তবে এনএমসি অর্থাৎ ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের শর্ত মেনে রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, এমন যে সব ডাক্তার ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এক্সামিনেশন (এফএমজিই) পাশ করেছেন, একমাত্র তাঁদেরই সুযোগ দেওয়া হবে মেডিক্যাল কলেজগুলিতে। বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি নেওয়ার পর এফএমজিই (ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এক্সামিনেশন) পাশ করার পর দেশের যে কোনও রাজ্যে ডাক্তারি প্র্যাকটিস করার অনুমতি মেলে। তবে এ রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট নেই, এমন প্রার্থীরা বেসরকারি কলেজে আবেদন জানাতে পারবেন।

স্বাস্থ্য ভবনের এক কর্তা জানিয়েছেন, আগামী ১৯ জানুয়ারির মধ্যে আবেদন জানাতে হবে। যে সব কলেজে ইন্টার্নশিপের সুযোগ মিলবে, সেগুলি হলো - কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ, পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ, আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ এবং শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ (বেসরকারি)। আগামী ২২ জানুয়ারি নির্বাচিত প্রার্থীদের নাম ওয়েবসাইটে জানানো হবে। কোন মেডিক্যাল কলেজে কোন প্রার্থী ইন্টার্নশিপ করবেন, সেই তালিকা বেরবে ২৭ জানুয়ারি। নথি এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে জানুয়ারির মধ্যে। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে যাতে জুনিয়র ডাক্তাররা যোগ দিতে পারেন, সেই চেষ্টা হবে বলে ওই আধিকারিক জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যের ৬ মেজিক্যাল কলেজে নেই জুনিয়র ডাক্তার।
  • সেই শূন্যস্থান পূরণ করতে বিদেশ থেকে পাশ করে আসা চিকিৎসক পড়ুয়াদের মিলবে ইন্টার্নশিপের সুযোগ।
  • সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্যদপ্তরের, আবেদনের জন্য জেনে নিন খুঁটিনাটি।
Advertisement