সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২শে অক্টোবর নিউ ইয়র্কের আইবিএম লুই ভি. জার্স্টনার, জুনিয়র সেন্টার ফর লার্নিং-এ শুরু হল ১৬তম IEEE UEMCON আন্তর্জাতিক সম্মেলন। আইইএম এবং ইউইএম-এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনের ইভেন্টটি আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে।
জেনারেল চেয়ার ডঃ সন ভুয়ং (ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া)-সহ টেকনিক্যাল প্রোগ্রাম কো-চেয়ার ডঃ ফিলিপ ব্র্যাডফোর্ড ও ডঃ রাজশ্রী পল সম্মেলনটির উদ্বোধন করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স এবং মোবাইল কমিউনিকেশনের মতো অত্যাধুনিক ক্ষেত্রগুলিতে বিশ্বজুড়ে গবেষক ও শিল্প বিশেষজ্ঞদের মধ্যে উদ্ভাবন আদান-প্রদান করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
সম্মেলনে প্রথম বক্তব্য রাখেন কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী কে. নায়ার। এরপর কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক ড্যানিয়েল ডংইউয়েল লি আলোচনা করেন নিউরাল নেটওয়ার্কে জ্যামিতি ও রিপ্রেজেন্টেশন নিয়ে। IEM-UEM গ্রুপের ডিরেক্টর অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী বলেন, এই সম্মেলন আমাদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করার বিশাল সুযোগ এনে দিয়েছে। এর ফলে হার্ভার্ড, এমআইটি, আইবিএম, গুগলের মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার রাস্তা খুলে গেল। বিশ্বমানের পরিকাঠামো এবং চমৎকার আতিথেয়তার জন্য অংশগ্রহণকারীরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।
