সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বায়োস্পেকট্রাম'-এর নবম বর্ষ উদযাপন। মহা সমারোহে তিন দিনের ইভেন্ট আয়োজন করা হল কলকাতায়। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (UEM)-এর বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০ থেকে ১২ ডিসেম্বর বায়োটেকনোলজি ও বায়োলজিক্যাল সায়েন্সের সর্বাধুনিক অগ্রগতি নিয়ে চলে এই শিক্ষামূলক অনুষ্ঠান।
Advertisement
বিজ্ঞান ও নতুন আবিষ্কার নিয়ে এ দিন আলোচনা চলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স, মেডিক্যাল বায়োটেকনোলজি প্রভৃতি ক্ষেত্রের শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের সমাগমে অনুষ্ঠান মুখরিত হয়ে উঠেছিল। বিজ্ঞান নিয়ে আলোচনার এক ব্যতিক্রমী প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল 'বায়োস্পেকট্রাম'। উক্ত ইভেন্টে বিশেষ কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ড. পার্থপ্রতিম মজুমদার, ড. অরুণ বন্দ্যোপাধ্যায়, ড. পল উইলিয়ামস, ড. গৌরব গঙ্গোপাধ্যায়, ড. সুলগ্না বসু প্রমুখ জীববিজ্ঞান ও জৈব প্রযুক্তি ক্ষেত্রের বিশিষ্ট বিজ্ঞানীরা।ইভেন্টের দ্বিতীয় দিনে নবম, দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল পোস্টার ও মডেল প্রতিযোগিতা। বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেল ছাত্রছাত্রীরা। ইভেন্টের শেষ দিনে আয়োজন করা হয় বিশেষ কর্মশালা। হাতে-কলমে শেখার সেরা সুযোগ। শিক্ষার্থীদের জন্য এই ইভেন্ট বিশেষ অবদান রেখে গেল।
