shono
Advertisement

Govt Jobs 2021: রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরে একাধিক বিভাগে কর্মী নিয়োগ, সুযোগ মিস করবেন না

জেনে নিন আবেদনের শর্ত।
Posted: 04:44 PM Sep 03, 2021Updated: 04:28 PM Sep 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মসংস্থান নিয়ে প্রায়শই রাজ্য সরকারকে খোঁচা দেন বিরোধীরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার যদিও সে অভিযোগ খারিজ করেছে বারবার। অভিযোগ-পালটা অভিযোগ খারিজের মাঝে কর্মপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর (West Bengal Department of Food and Supplies)। আপাতত এক বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কর্মদক্ষতার নিরিখে আরও বাড়তে পারে চুক্তির মেয়াদ। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তবে তার আগে জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

কোন বিভাগে কত শূন্যপদ
সিনিয়র সফটওয়্যার ডেভেলপার: ৩টি
ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: ১টি
সফটওয়্যার ডেভেলপার: ২টি
টেকনিকাল সাপোর্ট পার্সোনাল: ২৮টি
প্রজেক্ট ম্যানেজার-আইএমপিডিএস অ্যান্ড ডেপুটি প্রজেক্ট ম্যানেজার-আইটি অ্যান্ড রিফর্মস সেল – ১টি

শিক্ষাগত যোগ্যতা:
সিনিয়র সফটওয়্যার ডেভেলপার:
আইটি অথবা কম্পিউটার সায়েন্সে এমসিএ/বিই/বিটেক/এমএসসি হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে কাজের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর
আইটি অথবা কম্পিউটার সায়েন্সে এমসিএ/বিই/বিটেক/এমএসসি হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে কাজের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

[আরও পড়ুন: Govt Job: অধ্যাপনা করতে চান? জেনে নিন SET-এ বসার শর্ত]

সফটওয়্যার ডেভেলপার
আইটি অথবা কম্পিউটার সায়েন্সে এমসিএ/বিই/বিটেক/এমএসসি হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

টেকনিকাল সাপোর্ট পার্সোনাল
আইটি অথবা কম্পিউটার সায়েন্সে এমসিএ/বিই/বিটেক/এমএসসি হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে কাজের ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

প্রজেক্ট ম্যানেজার-আইএমপিডিএস অ্যান্ড ডেপুটি প্রজেক্ট ম্যানেজার-আইটি অ্যান্ড রিফর্মস সেল:
আইটি অথবা কম্পিউটার সায়েন্সে এমসিএ/বিই/বিটেক/এমএসসি হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে কাজের ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। প্রজেক্ট ম্যানেজার-আইএমপিডিএস অ্যান্ড ডেপুটি প্রজেক্ট ম্যানেজার-আইটি অ্যান্ড রিফর্মস সেলে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
https://food.wb.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীকে আবেদন করতে হবে।

এছাড়া আবেদন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য https://food.wb.gov.in/ এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Recruitment: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে শিলিগুড়ি পৌরনিগমে চাকরি, আবেদনের শর্ত জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement