সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সল্টলেকের এপিজে স্কুলে অনুষ্ঠিত হল সতর্কতা সচেতনতা কর্মসূচি। কেন্দ্রীয় সতর্কতা কমিশনের নির্দেশনা অনুসারে কলকাতা আয়কর দপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক (পূর্ব সিবিডিটি) এই উদ্যোগ গ্রহণ করেন। এই অনুষ্ঠানে অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজন করা হয় বিভিন্ন সেমিনার ও কুইজ প্রতিযোগিতা।
Advertisement
অনুষ্ঠানে ইন্টারঅ্যাকটিভ কুইজ প্রতিযোগিতা বাড়তি আকর্ষণ ছিল। তরুণ প্রজন্মের মধ্যে স্বচ্ছতা ও নৈতিকতার মূল্যবোধ তৈরি এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। কুইজ প্রতিযোগিতায় দশম শ্রেণির ছাত্র চন্দ্রশীষ মজুমদার ও আদিত্য আনন্দ পুরস্কার জিতে নেন।
সিবিডিটি (পূর্ব) ভিজিল্যান্স-এর এই সচেতনতা কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সতর্কতা ও সততার মূল্য জাগিয়ে তুলতে উদ্যোগ নেয়। ছাত্র-ছাত্রীদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
