সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেআইএস গ্রুপ পশ্চিমবঙ্গে প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ চালু করল। হুগলি জেলার মগরাতে ৩০ একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজ। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে 'জেআইএস কলেজ অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস' (JISCOVAS)। অনুষ্ঠানে জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তারানজিৎ সিং সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোর্সের বিবরণ ও ভর্তি প্রক্রিয়া
কলেজটিতে পড়ানো হবে সাড়ে পাঁচ বছরের ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি। এই কোর্সে এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ রয়েছে, যা ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম মেনে করতে হবে। কলেজটি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (WBUAFS)-এর অন্তর্ভুক্ত। প্রতি শিক্ষাবর্ষে ৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
ভর্তির জন্য শিক্ষার্থীদের NEET উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক (১০+২) পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজিতে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা রয়েছে।
ক্যাম্পাসে কী কী সুবিধা থাকছে?
১. অত্যাধুনিক ভেটেরিনারি হাসপাতাল।
২. সব ধরনের প্রাণীর চিকিৎসা শিক্ষা।
৩. রেডিওলজি, ডায়াগনস্টিক ল্যাবরেটরি, আইসিইউ, ওপিডি এবং আইপিডি-এর সুবিধা।
৪. সার্জারি, অর্থোপেডিক্স, গাইনোকোলজি, ডেন্টিস্ট্রি এবং অফথালমোলজির জন্য উন্নত অপারেশন থিয়েটার।
৫. আইসোলেশন ওয়ার্ড। সংক্রামক রোগের ক্ষেত্রে আলাদা চিকিৎসার ব্যবস্থা।
ম্যানেজিং ডিরেক্টর সর্দার তারানজিৎ সিং বলেন, "আমাদের লক্ষ্য হল একটি বিশ্বমানের প্রতিষ্ঠান তৈরি করা। আমরা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা দেব। যাতে গোটা বিশ্বজুড়ে ছাত্রছাত্রীরা ছড়িয়ে পড়তে পারেন। এটা জেআইএস গ্রুপ এবং পশ্চিমবঙ্গের জন্য গর্বের মুহূর্ত।"
