shono
Advertisement

রাতের আকাশে এ কোন আলো?

আলোর ঝলকানি আসলে উল্কাপাতের ঘটনা৷ পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন মরিস৷ ছবিটি সোশ্যাল মিডিয়া আপ করার পরই মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ The post রাতের আকাশে এ কোন আলো? appeared first on Sangbad Pratidin.
Posted: 10:49 PM May 18, 2016Updated: 05:20 PM May 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত তখন প্রায় পৌনে একটা, নিউ ইংল্যান্ডের ফাঁকা রাস্তা দিয়ে হুশ হুশ করে চলে যাচ্ছে বিভিন্ন গাড়ি৷ সেন্ট্রাল ফায়ার স্টেশনের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছেন টিম মরিস৷ পোর্টল্যান্ড পুলিশ স্টেশনে কর্মরত মরিস৷ রাস্তায় বেপরোয়া যান ধরতে তখন ব্যস্ত ছিলেন মরিস৷

Advertisement

মার্কিন মুলুকের পোর্টল্যান্ডের ওই পুলিশ সার্জেন্টের চোখ হঠাৎই চলে যায় আকাশে৷ হঠাৎই আলোর ঝলকানি দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মরিস৷ পাশে দাঁড়িয়ে একই অবস্থা সহকর্মী গ্রাহাম হাল্টসের৷ ভয় পা সরছিল না তাঁদের৷ এক মুহূর্তে মনে হয়েছিল হয়ত কোনও বিমানে বিস্ফোরণ হয়েছে৷ পরমুহূর্তেই ভুল ভাঙে পোড়খাওয়া পুলিশকর্তাদের৷ টনক নড়তেই দু’জনে ছোটেন ক্যামেরা আনতে৷

টিম এবং গ্রাহাম দু’জনেই বুঝতে পারেন এটা কোন বিমানে বিস্ফোরণের ঘটনা নয়৷ আলোর ঝলকানি আসলে উল্কাপাতের ঘটনা৷ পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন মরিস৷ ছবিটি সোশ্যাল মিডিয়া আপ করার পরই মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷

আমেরিকান মিটিওর সোস্যাইটির বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্তত শ’চারেক উল্কা দেখা গিয়েছে মেইন, ভেরমন্ট, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, কানেক্টিকাট, নিউ জার্সি, পেনসিলভেনিয়া প্রভৃতি শহর থেকে৷ কানাডার কয়েকটি অঞ্চল থেকেও উল্কাপাত দেখা গিয়েছে৷ উল্কাপাতের মুহূর্তের ভিডিও দেখতে ক্লিক করুন—

The post রাতের আকাশে এ কোন আলো? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement