shono
Advertisement

বাড়িতে নগদ নয়, টাকা ব‌্যাংকে রাখায় জোর, লেনদেনের নয়া নিয়ম জানাল সিবিডিটি

একঝলকে দেখে নিন সিবিডিটির নিয়মকানুন।
Posted: 02:17 PM Mar 25, 2023Updated: 02:17 PM Mar 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে কতটা নগদ রাখতে পারবেন? দরজায় কোনও তদন্তকারী সংস্থা কড়া নাড়লে, আলমারি কিংবা ব‌্যাগ থেকে কত পরিমাণ নগদ মিললে আপনাকে রাত কাটাতে হতে পারে গারদে? তাতেও এবার বেঁধে দেওয়া হল সীমানা। শুধুমাত্র আয়ের সঙ্গে সম্পত্তির সাযুজ‌্য থাকলেই হবে না, সেই টাকা থাকতে হবে ব‌্যাংক কিংবা অন‌্যান‌্য বিনিয়োগে। ঘরে নির্দিষ্ট পরিমাণ নগদ রাখার উপর সীমা রয়েছে আয়কর দপ্তরের (IT Department)। বিভিন্ন জায়গা থেকে যখন বড় অঙ্কের নগদ উদ্ধার হচ্ছে, তখন একবার ঝালিয়ে নেওয়া প্রয়োজন সেই নিয়মগুলি –

Advertisement

অনেক কর্মক্ষেত্রের (Work place) সঙ্গে যুক্ত মানুষ রোজগার করেন নগদে। অনেকের আবার হাতে কিছু নগদ রেখে দেওয়ার অ‌ভ‌্যাস। কিন্তু সেই অভ‌্যাস বদলাতে হবেই। নগদে অর্থ হাতে এলেও অবিলম্বে তা জমা দিতে হবে ব‌্যাংকে (Bank)। আবার বেশ কিছু ক্ষেত্রে নগদে লেনদেন করার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ। এই বিষয়ে একগুচ্ছ নির্দেশিকা বেঁধে দেওয়া হল। অনেক ব‌্যবসায়ীই তাঁদের লেনদেনের একটা বড় অংশ নগদেই করে থাকেন। তবে যিনি এই অর্থ পাচ্ছেন তাঁকে অবিলম্বে তা জমা দিতে হবে ব‌্যাংকে। তা না করে ঘরেই টাকার পাহাড় জমিয়ে রাখলে তার আয়ের পর্যাপ্ত প্রমাণ দিলেও মিলবে না রেহাই, এমনই বলছে আয়কর দপ্তরের নতুন নিয়ম। নানা রকম লেনদেনে নানারকম নির্দেশ।

[আরও পড়ুন: শারীরিক অসুস্থতা-সহ একাধিক কারণ, ৪৪ দিন পর অনশন প্রত্যাহার ডিএ আন্দোলনকারীদের]

  • এক অর্থবর্ষে কুড়ি লক্ষ টাকার বেশি অঙ্কের নগদে লেনদেন হলে গুনতে হবে জরিমানা।
  •  ৫০ হাজার টাকার বেশি অঙ্কের প্রতিটি নগদ লেনদেনে উল্লেখ করতে হবে প‌্যান কোড।
  •  কোনও ব‌্যক্তি এক অর্থবর্ষে কুড়ি লক্ষের বেশি টাকা নগদে ব‌্যাঙ্কে জমা করতে হলেও তাঁকে প‌্যান ও আধারের তথ‌্য জমা দিতে হবে।
  • প‌্যান ও আধার তথ‌্য না দিলে জরিমানা হতে পারে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত।
  • নগদে কেনাকাটার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা দু’লক্ষ টাকা।
  • দু’লক্ষের বেশি অঙ্কের নগদে কেনাকাটার ক্ষেত্রেও প‌্যান ও আধার তথ‌্য দেওয়া বাধ‌্যতামূলক।
  • ৩০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি নগদে হাতবদল হলে তার উপর নজর রাখবে তদন্তকারী সংস্থা।
  • ডেবিট বা ক্রেডিট কার্ডেও যদি একটি লেনদেনে এক লক্ষের বেশি অর্থ প্রদান করা হয় তা হলেও তার উপর নজর রাখতে পারে তদন্তকারী সংস্থা।
  •  কোনও আত্মীয়ের কাছ থেকেও একদিনে দু’লক্ষের বেশি অর্থ নগদে নেওয়া যাবে না। বদলে ব‌্যাংকের মাধ‌্যমে লেনদেন করাই বিধেয়।
  • কোথাও অর্থ দান করতে হলে নগদের ক্ষেত্রে তার সর্বোচ্চ সীমা দু’হাজার।
  •  কারও কাছ থেকে ধার নিতে হলেও নগদে ২০ হাজারের বেশি টাকা ধার নেওয়া যাবে না।
  • ব‌্যাংক থেকে দু’কোটির বেশি টাকা তুলতে হলে দিতে হবে টিডিএস।

এত কিছু নিয়ম মেনেও যদি বাড়িতে জমতে থাকে নগদের পরিমাণ তাহলে তল্লাশি চালাতেই পারে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট‌্যাক্স বা সিবিডিটি (CBDT)। যদি আয়ের প্রকৃত আইনি উৎস দেখানো না যায় তাহলে দিতে হবে ১৩৭ শতাংশ পর্যন্ত জরিমানা (Fine)। তাই নগদে সাবধান। ২০১৬ সালে নোটবন্দির সময়েই কেন্দ্রের তরফে নগদের ডিজিটাল লেনদেনে জোর দেওয়া হয়। তারই পরবর্তী পদক্ষেপে নগদ লেনদেনে নিয়ম আরও কঠোর করা হয়েছে। তবে ব‌্যাংক থেকে টাকা জমা ও তোলার ক্ষেত্রেও যেহেতু নির্দিষ্ট সংখ‌্যা বেঁধে দেওয়া রয়েছে, তাই আম আদমির পক্ষে তা কতটা সহজ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

[আরও পড়ুন: ‘খোঁজখবর রাখিস, মেয়েটা একা আছে’, অনুব্রতকন্যার দিকে নজর রাখার পরামর্শ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement