shono
Advertisement

বাবরি মসজিদ ধ্বংস মামলায় আদবানী, উমা ভারতীকে হাজিরার নির্দেশ

শাসকদলের নেতা হলেও আদালতে হাজির থাকার ক্ষেত্রে ছাড় পাবেন না আদবানী ও ভারতী। The post বাবরি মসজিদ ধ্বংস মামলায় আদবানী, উমা ভারতীকে হাজিরার নির্দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:21 PM May 25, 2017Updated: 09:51 AM May 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবরি মসজিদ ধ্বংস মামলায় ষড়যন্ত্রের অভিযোগে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এবং কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীকে হাজিরার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার লখনউয়ের আদালত এই দুজনকে ট্রায়ালের জন্য আগামী ৩০ তারিখ হাজির থাকার নির্দেশ দিয়েছে। সিবিআইয়ের বিশেষ বিচারকের এজলাসে বাবরি মসজিদ ধ্বংসের মামলার শুনানিতে শুধুমাত্র প্রাক্তন শিব সেনা নেতা সতীশ প্রধান উপস্থিত ছিলেন। তাতেই ক্ষুব্ধ হন বিচারক। সঙ্গে সঙ্গে আদবানী ও উমা ভারতীকে হাজিরার নির্দেশ দেন তিনি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ৩০ তারিখ। সেদিন দুজনকেই উপস্থিত থাকতে বলা হয়েছে আদালতের তরফ থেকে। বিচারক জানিয়েছেন, শাসকদলের নেতা হলেও আদালতে হাজির থাকার ক্ষেত্রে ছাড় পাবেন না আদবানী ও ভারতী।

Advertisement

[প্রথম সফরেই তেজস এক্সপ্রেসে ভাঙল স্ক্রিন, চুরি হেডফোন]

গত মাসেই বাবরি মসজিদ ধ্বংস মামলায় ৮৯ বছরের আদবানী-সহ আরও ডজন খানেক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের চার্জগঠন স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত লখনউয়ের বিশেষ আদালতকে এক মাসের মধ্যে নতুন করে চার্জ গঠনের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট ২ বছরের মধ্যে মামলার নিষ্পত্তি চায়। যদিও ২০০১ সালে আদবানী-সহ বাকিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চার্জ তুলে নেয় সিবিআইয়ের বিশেষ আদালত। ২০১০ সালে এলাহাবাদ হাই কোর্টও চার্জগঠন স্থগিত রাখে। কিন্তু গত মাসে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেয়, এই মামলায় নেতাদের ষড়যন্ত্রের মামলায় অন্তর্ভুক্ত করার। একইসঙ্গে ১৯৯২ সালে ৬ ডিসেম্বর বাবরি ধ্বংসের ঘটনায় ইতিমধ্যেই মসজিদের বাইরে উসকানিমূলক ভাষণ দেওয়ার জন্য মামলা চলছে আদবানীদের বিরুদ্ধে।

[দুঃস্বপ্নের পাকিস্তান ছেড়ে দেশে ফিরলেন ‘ভারতকন্যা’ উজমা]

The post বাবরি মসজিদ ধ্বংস মামলায় আদবানী, উমা ভারতীকে হাজিরার নির্দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার