সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিকে বাধা দিতে সিবিআই তলব হতে পারে বলে আগেই সন্দেহপ্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সুর তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তবে এভাবে অভিষেকের কর্মসূচি আটকানো যাবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি তাঁর। প্রয়োজনে জেলায় জেলায় গিয়ে নিজে সভা করার বার্তাও দেন মমতা।
মমতা বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে ২৫ দিন ধরে রাস্তায় অভিষেক। অভিষেকের কর্মসূচিতে ভয় পেয়েছে বিজেপি। অভিষেকের কর্মসূচিকে আটকাতে সিবিআই নোটিস। অভিষেককে আটকে নবজোয়ার বন্ধ করা যাবে না। ইডি, সিবিআই দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। অভিষেককে আটকে দিলে। নবজোয়ারে আমি যাব। জেলায় জেলায় সভা করব। বিজেপিকে দেশছাড়া করেই থামব।”
[আরও পড়ুন: ঐশ্বর্যর পোশাক সামলাতেও লোক..! ‘ওরা তোমার চাকর?’, তীব্র কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর]
শনিবার নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। তাই বাঁকুড়ায় কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরছেন তিনি। পাত্রসায়রে সভা করতে পারেননি অভিষেক। কলকাতা থেকে ভারচুয়ালি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির ব্যাপক সাফল্যের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি। ‘নবজোয়ারকে নবপ্লাবনে’ পরিণত করারও অঙ্গীকার করেন মমতা।