shono
Advertisement

CBI জেরায় মানসিক চাপ বাড়তে পারে অসুস্থ অনুব্রতর? খোঁজ নিতে এসএসকেএমে তদন্তকারীরা

এখন কেমন আছেন অনুব্রত?
Posted: 02:17 PM Apr 07, 2022Updated: 04:14 PM Apr 07, 2022

সংবাদ প্রতিদিন ব্যুরো: শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও এসএসকেএম হাসপাতালে (IPGME&R and SSKM Hospital) চিকিৎসাধীন অনুব্রত মণ্ডল। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে ঠিক কেমন, তা জানতে  হাসপাতালে সিবিআইয়ের আধিকারিক। কথা বললেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। জেরা করলে কেষ্টর মানসিক চাপ বাড়বে কিনা, মূলত তা বুঝতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি গোটা ঘটনায় আসানসোল CBI আদালতের দ্বারস্থ হচ্ছেন তদন্তকারীরা।

Advertisement

বুধবার সকালে সিবিআই দপ্তরে হাজিরার বদলে একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভরতি হন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে আট সদস্যের মেডিক্যাল টিম। দিনভর চিকিৎসকদের নজরদারিতে ছিলেন অনুব্রত। অক্সিজেন চলেছে। চিকিৎসকরা জানিয়েছিলেন, অনুব্রতর হার্টে সামান্য ত্রুটি ছিল। লিভারের সমস্যাও ফের মাথাচাড়া দিয়েছিল।

[আরও পড়ুন: হাই কোর্টে বগটুই কাণ্ডের প্রাথমিক রিপোর্ট পেশ সিবিআইয়ের, ভাদু শেখ হত্যার তদন্তভার নিয়ে সংশয়]

বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাতে ভাল ঘুম হয়েছে অনুব্রতর। এখনও অনুব্রতর শরীরে অক্সিজেনের মাত্রা কম। কিছুটা কমলেও এখনও বুকে ব্যথা রয়েছে কেষ্টর। রয়েছে বুক ধড়ফড়ানি। ফলে আজও হাসপাতালেই থাকবেন তিনি। এদিকে শারীরিক অসুস্থতার কারণে বারবার পিছিয়ে যাচ্ছে অনুব্রতকে জেরা করার প্রক্রিয়া। সেই কারণে অনুব্রতর পরিস্থিতি জানতে বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা।

এদিকে জেরা করতে না পারার বিষয়টি ইতিমধ্যেই দিল্লিতে (Delhi) রিপোর্ট পাঠিয়েছেন তদন্তকারীরা। শোনা যাচ্ছে, অনুব্রতকে কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, তা জানতে এবার আসানসোল CBI আদালতের দ্বারস্থ হতে চলেছেন সিবিআই আধিকারিকরা। তাঁদের যুক্তি, “হাজিরার সময় অসুস্থ হয়ে পড়ছেন অনুব্রত। এবার আদালতই ঠিক করে দিক কীভাবে জেরা হবে তৃণমূলকে।”

[আরও পড়ুন: আচমকাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলকাতার জি ডি বিড়লা-সহ ৫ স্কুল, মাথায় হাত অভিভাবকদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement