shono
Advertisement

দিন ঘোষণা হল CBSE পরীক্ষার

আগামী ৯ মার্চ থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা৷ The post দিন ঘোষণা হল CBSE পরীক্ষার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:02 AM Jan 10, 2017Updated: 06:32 PM Jan 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যে ভোটের জেরে দিন পিছনোর সম্ভাবনা ছিলই৷ প্রত্যাশা অনুযায়ীই পিছল সিবিএসই পরীক্ষার দিনক্ষণ৷ আগামী ৯ মার্চ থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা৷

Advertisement

সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সাধারণত শুরু হয় ১ মার্চ থেকে৷ কিন্তু এই সময় এই বছর পাঁচ রাজ্যে নির্বাচন৷ ফলে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল৷ আট থেকে দশদিন পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে জল্পনা চলছিল৷ কেননা এই সময় শিক্ষকরাও নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন৷ নির্বাচনী ঝামেলা মেটার পর তাঁরাও খানিকটা সময় নিয়ে তবে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবেন৷ তাই বাড়তি সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছিল৷ যদিও যতটা সময় লাগবে ভাবা হচ্ছিল, ততটা লাগল না৷ ৯ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়ে দিল বোর্ড৷ বোর্ডের তরফে জানানো হয়েছে, সবদিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য আরও বাড়তি এক সপ্তাহ সময় পেয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে৷

(কবে ছাড়তে পারে সিবিআই ফাঁস করলেন খোদ সুদীপ)

The post দিন ঘোষণা হল CBSE পরীক্ষার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement