সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃষ্টিকর্তার মৃত্যু হলেও তিনি বেঁচে থাকেন তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে। তেমনই ভারতের অন্যতম কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমার সারাজীবন বেঁচে থাকবেন তাঁর গান আর তাঁর অভিনয়ের মধ্যে দিয়ে। শুক্রবার তাঁর ৮৮তম জন্মদিনে তাই তাঁর গানের মধ্যে দিয়েই তাঁকে স্মরণ করলেন সেলিব্রিটি থেকে শুরু করে তাঁর ফ্যানরা। জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরে উঠল সোশ্যাল সাইট।
[একই ফ্রেমে বচ্চন পরিবারের তিন প্রজন্ম, দেখুন ছবি]
সকাল সকাল টুইটারে কিশোর কুমারের জন্মদিন সেলিব্রেট করলেন আরেক কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। পোস্টে তিনি লেখেন, ‘নমস্কার। আজ কিশোর জয়ন্তী। উনি যত ভাল গায়ক ছিলেন ততটাই ভাল মানুষও ছিলেন। আমি সবসময়ই ওঁর অনুপস্থিতি অনুভব করি।’ পাশাপাশি কিশোর কুমারের সঙ্গে গাওয়া তাঁর প্রথম গানটি শেয়ার করেন লতা।
তবে শুধু লতা মঙ্গেশকরই নন, কিশোর কুমারকে শ্রদ্ধার্ঘ জানান অমিতাভ বচ্চন। টুইটারে অমিতাভ লেখেন, তাঁর ৫১টি ছবিতে ১৩০টি গান গেয়েছেন কিশোর কুমার। শুধু তাই নয় সবমিলিয়ে মোট ৬০ টির বেশি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।
কিশোর কুমারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁরই একটি গান নিজে গেয়ে টুইটারে আপলোড করেছেন শান।
টলিউডের তারকারাও সোশ্যাল সাইটে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন কিশোর কুমারকে।
[‘হামারা পাকিস্তান’ বলে প্রবল রোষের মুখে মিকা সিং]
কয়েকদশক ধরে বলিউডে রাজ করেন আভাস কুমার গঙ্গোপাধ্যায়, যিনি কিশোর কুমার নামেই বিশ্ববিখ্যাত। প্রযোজক, পরিচালক, অভিনেতা, সংগীত পরিচালক, গায়ক নানা ভূমিকায় দেখা গেছে তাঁকে। হিন্দি ছাড়াও বাংলা, মারাঠি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, ওড়িয়া ভাষায় গান গেয়েছেন তিনি। গায়ক হিসাবে সর্বাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কিশোর কুমার। মৃত্যুর এত বছর পরও তাঁকে সবাই মনে রেখেছে তাঁর গানের মধ্যে দিয়ে।
The post সোশ্যাল সাইটে কিশোর কুমারকে শ্রদ্ধার্ঘ তারকাদের appeared first on Sangbad Pratidin.