Advertisement
সপ্তমীর সাজে মিশে যাক লাল- রুপোলি রং, বেছে নিতে পারেন সোহিনী-অনির্বাণের মতো পোশাক
পুজোর সাজে টলিউডের দুই তারকা। শুধুমাত্র সংবাদ প্রতিদিন-এর জন্য।
লাল-রুপোলি মানেই যেন ঝকঝকে পুজোর সাজ। তাই তো সপ্তমীর সাজে সেই রঙেই ধরা দিলেন অনির্বাণ ভট্টাচার্য ও সোহনী সরকার।
সপ্তমীতে সোহিনীর পছন্দ রুপোলি টিস্যু সিল্ক শাড়ি। অনির্বাণ পরেছেন লাল রঙের পাঞ্জাবি সঙ্গে সাদা পাজামা।
পরমার ব্লাউজ, আর তাহির জুয়েলারির গয়নায় সুন্দরী সোহিনী। লাল পাঞ্জাবি ও সাদা পাজামায় নজর কেড়েছেন হ্যান্ডসাম অনির্বাণ।
পুজো মানেই তো প্রিয় মানুষের সঙ্গে ঘোরাফেরা, দেদার আড্ডা। সপ্তমীর দিনভর এই সাজ কিন্তু একেবারেই পারফেক্ট।
এই পুজো ফ্যাশনের মধ্য়ে দিয়ে সোহিনী ও অনির্বাণ প্রেমিক জুটিদের পুজোর পোশাকের দারুণ আইডিয়া দিয়েছেন। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন।
Published By: Akash MisraPosted: 07:27 PM Oct 11, 2023Updated: 07:32 PM Oct 11, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ