সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলারেই ঝড় তুলেছিল অক্ষয় কুমারের ‘জলি এলএলবি ২’। ভারতীয় বিচারব্যবস্থার দৈন্যতা বেশ মজার ছলেই ফুটে উঠেছিল ছবিতে। অন্তত ট্রেলারে সে ইঙ্গিতই মিলেছিল। কিন্তু বিনা বাধায় তা মুক্তির ছাড়পত্র পেল না। অন্তত চারটি দৃশ্যে চলল কাঁচি।
দাউদের বোনের চরিত্রে প্রথম ঝলকেই চমকে দিলেন শ্রদ্ধা
রাজ অতীত, এখন একে নিয়েই মজেছেন মিমি!
‘জলি এলএলবি’ ছবি বলিপাড়ায় রীতিমতো শোরগোল ফেলেছিল। এক সাধারণ আইনজীবীর অসাধারণ হয়ে ওঠার সে কাহিনি মন জয় করেছিল সবারই। অসাধারণ অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি। ছবির সিক্যুয়েলে অবশ্য তিনি থাকছেন না। বদলে আছেন অক্ষয় কুমার। সাম্প্রতিক অতীতে প্রতিটি ছবিতেই কোনও না কোনও ইস্যু নিয়ে সরব হয়েছেন তিনি। এবারের ইস্যু ছিল দেশের বিচারব্যবস্থা। ট্রেলারেই সেই ইঙ্গিত মিলেছিল। তবে কিছু জিনিসে আপত্তি ওঠে। তা নিয়ে অহেতুক জটিলতার মধ্যে না গিয়ে ছবি যাতে সহজে মুক্তি পায় সেদিকেই ঝুঁকল প্রযোজনা সংস্থা। ফলে চারটি দৃশ্য ছাড়াই এই শুক্রবার মুক্তি পাচ্ছে ‘জলিএলএলবি ২’।
লক্ষ্মী আরাধনায় মাইলি সাইরাস, অবাক নেটদুনিয়া
The post আইনজীবীদের নিয়ে ঠাট্টা, বাদ অক্ষয়ের ছবির চার দৃশ্য appeared first on Sangbad Pratidin.