shono
Advertisement
Pension Scheme

নয়া পেনশন নীতিতে সিলমোহর কেন্দ্রের, কেমন সুবিধা পাবেন অবসরপ্রাপ্তরা?

নয়া পেনশন নীতিতে সিলমোহর দিয়ে দিল মোদি সরকার। কেন্দ্রের এই নয়া পেনশন নীতির নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম (UPS)। সরকারের দাবি, এই নীতিতে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি।
Published By: Amit Kumar DasPosted: 08:15 PM Aug 24, 2024Updated: 09:03 PM Aug 24, 2024

নন্দিতা রায়, নয়াদিল্লি: নয়া পেনশন নীতিতে সিলমোহর দিয়ে দিল মোদি সরকার। কেন্দ্রের এই নয়া পেনশন নীতির নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম (UPS)। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি স্পষ্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, এই প্রকল্পের জেরে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি।

Advertisement

জানা যাচ্ছে, পুরানো পেনশন নীতির চেয়ে সম্পূর্ণ ভিন্ন নয়া এই প্রকল্প। এখানে চাকরির মেয়াদের উপর নির্ভর করবে পেনশনের অঙ্ক। নয়া পেনশন নীতি অনুযায়ী, কোনও কর্মী যদি ২৫ বছর পর্যন্ত চাকরি করেন, সেক্ষেত্রে অবসরের আগের ১২ মাসে তিনি যে বেসিক-পে পেতেন তার ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। নয়া নিয়মে যদি কোনও পেনভোগীর মৃত্যু হয়, তখন সেই কর্মী মৃত্যুকালীন সময়ে যে পেনশন পেতেন তার ৬০ শতাংশ পাবেন মৃতের পরিবারের সদস্য। এছাড়াও যদি কেউ ১০ বছর চাকরি করার পর চাকরি ছেড়ে দেন সেক্ষেত্রে ১০ হাজার টাকা করে মাসিক পেনশন পাবেন তিনি।

[আরও পড়ুন: অনুপ্রেরণা অজয়ের ‘দৃশ্যম’, সম্পত্তি বিবাদে ব্যবসায়ীকে খুন প্রাক্তন পুলিশকর্মীর!]

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কেন্দ্রীয় সরকারের ২৩ লক্ষ পেনশনভোগী কেন্দ্রের এই নয়া পেনশন নীতির সুবিধা পাবেন। তবে কর্মীরা চাইলে ন্যাশনাল পেনশন স্কিম (NPS) ও ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর মধ্যে যে কোনও বিকল্প বেছে নিতে পারেন। এক্ষেত্রে ইউনিফাইড পেনশন স্কিম বেছে নিলে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে অর্থাঙ্ক বাড়বে। বর্তমানে যিনি ন্যাশনাল পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন চাইলে তিনিও ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় আসতে পারেন। মন্ত্রীর দাবি অনুযায়ী, কেন্দ্রের এই নতুন প্রকল্প কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে।

[আরও পড়ুন: নেপাল বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মোদির, দেহ ফেরাবে বায়ুসেনা]

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি তুলছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ। সেই দাবিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রীর সঙ্গে দেখা করেন ‘জয়েন্ট কনসালটিভ মেকানিজম’-র প্রতিনিধিরা। তবে বিশেষজ্ঞদের দাবি, পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনলে সরকারের উপর পড়ত বাড়তি বোঝা। এই পরিস্থিতিতে 'ইউনিফাইড পেনশন স্কিম' চালুর ঘোষণা করল সরকার। কেন্দ্রের দাবি, আপাতত যে পেনশন প্রকল্প (NPS) রয়েছে তাতে চাকুরীজীবীদের যোগদান ১০ শতাংশ এবং সরকারের ১৮ শতাংশ। ইউনিফাইড পেনশন স্কিমে সরকারের যোগদান হবে ১৮.৫ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর ইউনিফাইড পেনশন স্কিমে সিলমোহর কেন্দ্রীয় সরকারের।
  • রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, এই প্রকল্পের জেরে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি।
  • এখানে ন্যূনতম পেনশন করা হয়েছে মাসিক ১০ হাজার টাকা।
Advertisement