shono
Advertisement
NITI Aayog

নীতি আয়োগের পুনর্গঠন, মোদির নেতৃত্বে সদস্য তালিকায় বিশেষ গুরুত্ব জোট শরিকদের

বিজেপির পাশাপাশি শরিক দলগুলি থেকে একাধিক মুখ জায়গা পেয়েছেন নীতি আয়োগের সদস্য তালিকায়।
Published By: Amit Kumar DasPosted: 10:43 AM Jul 17, 2024Updated: 10:46 AM Jul 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় মোদি সরকারে শরিকদের গুরুত্ব অপরিসীম। একথা ভালোই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই মন্ত্রক বণ্টন থেকে শুরু করে সর্বত্র 'শরিক প্রেম' স্পষ্ট মোদি-৩ সরকারে। সেই ছবি এবার দেখা গেল নীতি আয়োগেও। নয়া মন্ত্রিসভার নতুন মুখদের সঙ্গে নিয়ে নীতি আয়োগের পুনর্গঠন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বাড়তি গুরুত্ব পেলেন শরিক দলের মন্ত্রীরা।

Advertisement

মঙ্গলবার রাতে মন্ত্রীপরিষদের সচিবালয়ের তরফে নীতি আয়োগের পুনর্গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বিজেপির পাশাপাশি শরিক দলগুলি থেকে একাধিক মুখকে জায়গা দেওয়া হয়েছে সদস্য তালিকায়। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, নীতি আয়োগের অধ্যক্ষ পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রেখে সদস্য করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। পাশাপাশি সদস্য তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিশেষ আমন্ত্রিত সদস্য হয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি। পাশাপাশি এই তালিকায় রয়েছেন জনতা দল ইউনাইটেডের রাজীব রঞ্জন সিং ওরফে লল্লন সিং, হিন্দুস্থানী আম মোর্চার জিতেন রাম মাজি, লোকজন শক্তির চিরাগ পাশোয়ান, জনতা দল সেকুলারের এইচডি কুমারস্বামী এবং টিডিপির কেআর নাইডু।

[আরও পড়ুন: আবার ট্রাম্পকে খুনের ছক! একে-৪৭-সহ গ্রেপ্তার যুবক]

নীতি আয়োগের পুনর্গঠনে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি রয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব ও আধিকারিকরাও। আগের মতোই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান থাকছেন সুমন কে বেরি। এবং পূর্ণ সদস্যের তালিকায় রয়েছেন ভি কে সারস্বত, রমেশ চাঁদ, ভি কে পল এবং অরবিন্দ বীরমানি। পাশাপাশি বিশেষ আমন্ত্রিত সদস্য হয়েছেন বিরেন্দ্র কুমার, জুয়াল ওরাম, অন্নপূর্ণা দেবী এবং ইন্দ্রজিৎ সিং।

[আরও পড়ুন: এনটিএর ট্রাঙ্ক থেকে NEET-এর প্রশ্নপত্র চুরি! গ্রেপ্তার অভিযুক্ত ইঞ্জিনিয়ার-সহ ২]

উল্লেখ্য, পূর্বের যোজনা কমিশনকে তুলে দিয়ে ২০১৫ সালে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া বা নীতি আয়োগ গঠন করেন নরেন্দ্র মোদি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের একাধিক অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার দাবি জানিয়েছেন যোজনা কমিশনকে পুনর্বহাল করার। কারণ যোজনা কমিশনে রাজ্যগুলির মতামতকে গুরুত্ব দেওয়ার যে সংস্থান রাখা হয়েছিল নীতি আয়োগে তা নেই। নয়া ব্যবস্থায় নীতি আয়োদের সিদ্ধান্ত বা পরামর্শ রাজ্যগুলির কাছে নির্দেশ হিসাবে পাঠিয়ে দেওয়া হয়। দেশের উন্নয়ন পরিকল্পনা রচনা ও বাস্তবায়নে নীতি আয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মন্ত্রিসভার নতুন মুখদের সঙ্গে নিয়ে নীতি আয়োগের পুনর্গঠন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • যেখানে বিজেপির নয়া মন্ত্রীদের পাশাপাশি জায়গা পেয়েছেন শরিক দলের একাধিক মুখ।
  • মঙ্গলবার রাতে মন্ত্রীপরিষদের সচিবালয়ের তরফে নীতি আয়োগের পুনর্গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
Advertisement