সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচয় বদল পোর্ট ব্লেয়ারের। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নামকরণ করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে পোর্ট ব্লেয়ারকে ডাকা হবে শ্রীবিজয়পুরম নামে। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতীয়দের হলিডে ডেস্টিনেশনের অন্যতম হল সমুদ্র ঘেরা পোর্ট ব্লেয়ার। এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য মন ভোলায় বিদেশি পর্যটকদেরও। প্রত্যেক বছর প্রচুর মানুষ এখানে আসেন। সকলের সেই চেনা পোর্ট ব্লেয়ারের নামবদল করা নিয়ে এক্স হ্যান্ডেলে অমিত শাহ জানান, ' ঔপনিবেশিক শাসনব্যবস্থার স্মৃতি দেশ থেকে মুছতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অঙ্গীকার করেছেন। তাঁর সেই ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা পোর্ট ব্লেয়ারের নামবদলের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে এর নতুন পরিচয় শ্রীবিজয়পুরম। এই নাম দেশের স্বাধীনতা অর্জন এবং সেই লড়াইয়ে আন্দামান ও নিকোবরের যোগদানের স্মৃতিকে বহন করবে। এই দ্বীপের সঙ্গে স্বাধীনতার বহু ইতিহাস জড়িয়ে রয়েছে। চোল সাম্রাজ্যের সময় নৌসেনা বন্দর ছিল এখানে। দেশের সুরক্ষা ও বিকাশকে আগামিদিনে গতি দিতে প্রস্তুত এই দ্বীপ।'
Inspired by the vision of PM @narendramodi Ji, to free the nation from the colonial imprints, today we have decided to rename Port Blair as "Sri Vijaya Puram."
While the earlier name had a colonial legacy, Sri Vijaya Puram symbolises the victory achieved in our freedom struggle…
— Amit Shah (@AmitShah) September 13, 2024
পোর্ট ব্লেয়ারের নতুন নাম রাখার প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লেখেন, 'এই দ্বীপে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। সেলুলার জেলে বীর সাভারকার-সহ অন্য স্বাধীনতা সংগ্রামীরাও বন্দি ছিলেন। তাঁদের বলিদান আমাদের দেশকে স্বাধীন করেছে।'
প্রসঙ্গত, ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবল্ড ব্লেয়ারের নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছিল। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী এই শহর। এখানে বেশ কয়েকটি মিউজিয়াম ও নৌঘাঁটি আই এন এস জারওয়া রয়েছে। ব্রিটিশ আমলের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য পৃথক কারাগার নির্মাণ করা হয়েছিল এই শহরে। যা আজ স্বাধীনতা সংগ্রামের স্মারক হিসাবে সংরক্ষিত। প্রধানমন্ত্রী মোদির বাছাই করা ভারতের ১০০টি ‘স্মার্ট সিটির’ মধ্যে অন্যতম পোর্ট ব্লেয়ার। যা আজ থেকে হল শ্রীবিজয়পুরম।