সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রক (defence ministry) থেকে চিনের অনুপ্রবেশ সংক্রান্ত রিপোর্ট নিখোঁজ হওয়ার বিষয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই ঘটনাকে সরকারের গণতন্ত্র বিরোধী পদক্ষেপ বলেও উল্লেখ করলেন।
শনিবার এপ্রসঙ্গে তিনি টুইট করেন, ‘যখনই দেশ আবেগপ্রবণ হয়েছে তখনই গায়েব হয়েছে ফাইল। সে মালিয়া বা রাফালে কিংবা মোদি বা চোকসি যারই হোক না কেন। এখন এই তালিকায় নতুন সংযোজন হল চিনের অনুপ্রবেশ।’
[আরও পড়ুন: সংক্রমণ রুখতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, সেই মন্ত্রীই এবার করোনা পজিটিভ]
এরপর সরাসরি মোদি সরকারকে আক্রমণ করে তিনি লিখেছেন, ‘এই ফাইল হারিয়ে যাওয়ার বিষয়টি কোনও কাকতালীয় ঘটনা নয়। এটা মোদি সরকারের গণতন্ত্র বিরোধী পদক্ষেপ।’
[আরও পড়ুন: ‘জয় শ্রী রাম’, ‘মোদি জিন্দাবাদ’ না বলার ফল, বেধড়ক মার মুসলিম অটোচালককে]
The post ‘দেশের মানুষ আবেগপ্রবণ হলেই গায়েব হয়েছে ফাইল’, কেন্দ্রকে আক্রমণ রাহুলের appeared first on Sangbad Pratidin.