সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন, জাপান, দক্ষিণ করোয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতে নতুন করে করোনা (Covid) আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) জানিয়েছেন ভারতে সংক্রমণ হচ্ছে কি না বোঝার জন্য কারও মধ্যে করোনার লক্ষণ দেখা গেলেই পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে নতুন করে। তাঁর মতে, টেস্টে পজিটিভ কেস পাওয়া গেলে সেই নমুনাগুলি ল্যাবরেটরিতে পাঠিয়ে জিনোম সিকোয়েন্সিং করার সময় এসে গিয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারগুলিকে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট এলো কীনা তার উপর সতর্ক নজর রাখতে বলা হয়েছে। আজ বিশেষ বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
চিনের (China) করোনা পরিস্থিতির জেরে সারা বিশ্বের কপালেই আবার পড়েছে ভাঁজ। নানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। আগামী দিন নিয়ে বাড়ছে নানা আশঙ্কাও। কারণ, করোনাবিধি কিছুটা শিথিল হওয়ার পরই চিনে আবার ফিরছে করোনা আতঙ্ক। আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমনকী, সপ্তাহান্তে করোনায় মৃত্যুও হয়েছে।
[আরও পড়ুন: ১৮ নয়, ছেলেমেয়েরা পরিণত হয় ২৫ বছরে! হাই কোর্টে দাবি কেরলের বিশ্ববিদ্যালয়ের]
চিন সরকার এই উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক হয়ে হাসপাতালের পরিকাঠামো বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। শয্যাসংখ্যা বাড়ানো হচ্ছে হাসপাতালগুলিতে। করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির দিকে তাকিয়ে চিনের বিশেষজ্ঞরা মনে করছেন, শীতেই করোনার নতুন স্ফীতি আছড়ে পড়তে পারে। বস্তুত, সোমবারই করোনায় ২ জনের মৃত্যুর খবর দিয়েছে চিনের স্বাস্থ্য দফতর। যা চলতি সপ্তাহে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা। এর পর মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।
[আরও পড়ুন: রাজ্যসভায় ‘কুকুর’, ‘ইঁদুর’ মন্তব্যে ধুন্ধুমার, তারপরই হাসিমুখে একসঙ্গে মধ্যাহ্নভোজে মোদি, খাড়গে ও ধনকড়]
সংবাদমাধ্যম বিবিসি চিনের এক বিশেষজ্ঞকে উদ্ধৃত করে জানাচ্ছে, সম্ভাব্য তিনটি স্ফীতির প্রথমটি হয়তো দেখা দেবে এই শীতেই। অন্য দিকে, এই আশঙ্কার মধ্যে চিনের হাসপাতালগুলিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি দিন বাড়ছে। এপিডেমিওলজিস্ট এবং হেলথ ইকোনমিস্ট এরিক ফেইগল-ডিং সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, আগামী ৯০ দিনে চিনের ৬০ শতাংশ মানুষ সংক্রমিত হতে পারেন। এই পরিস্থিতিতেই করোনা নিয়ে সতর্ক করছে কেন্দ্র। এমনকী কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় সতর্কতা অবলম্বন করতে বলেছে কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর।