shono
Advertisement

‘তাপপ্রবাহে একটি মৃত্যুও কাম্য নয়’, কড়া নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, রাজ্যে রাজ্যে টিম পাঠাচ্ছে কেন্দ্র

একাধিক রাজ্যে এখনও তাপপ্রবাহ চলছে।
Posted: 05:32 PM Jun 20, 2023Updated: 05:32 PM Jun 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে পুড়ছে গোটা দেশ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরমে মৃত্যুর খবরও আসতে শুরু করেছে। পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামল কেন্দ্র। এক উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandavya) আধিকারিকদের সাফ জানিয়ে দিয়েছেন, দেশের কোনও প্রান্তে তাপপ্রবাহে একটি মৃত্যুও কাম্য নয়। সে জন্য যা যা পদক্ষেপ করা প্রয়োজন, করা হবে।

Advertisement

মনসুখ মাণ্ডব্য উচ্চপর্যায়ের বৈঠক শেষে জানিয়েছেন, কেন্দ্রের তরফে পাঁচ সদস্যের একটি দল তৈরি করা হচ্ছে। এই দলে স্বাস্থ্যমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক, আবহাওয়া দপ্তরের (IMD) এক প্রতিনিধিও থাকবেন। এই দলটি রাজ্যে রাজ্যে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তাপপ্রবাহে মৃত্যু রুখতে কী কী করণীয়, তা নিয়ে একটি নির্দেশিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে আইসিএমআরকে। মাণ্ডব্য জানিয়েছেন, প্রাণহানি রুখতে সবস্তরে সবরকম পদক্ষেপ করা হবে।

[আরও পড়ুন: কেষ্টপুরে জোড়া দেহ উদ্ধারে গ্রেপ্তার ৫, পাওনা টাকার জন্য চাপ দিতেই অপমানে আত্মহত্যা?]

বস্তুত চলতি বছর দেশের বেশিরভাগ রাজ্যেই সময়ের চেয়ে দেরিতে ঢুকছে বর্ষা। যার জেরে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, বাংলা-সহ বেশ কয়েকটি রাজ্যে প্রবল তাপপ্রবাহ চলছে। এর মধ্যে বিহার, উত্তরপ্রদেশ এবং ওড়িশায় (Odisha) আগামী কয়েকদিনে তাপপ্রবাহ চলবে বলে খবর। এই রাজ্যগুলি থেকে ইতিমধ্যেই একাধিক মৃত্যুর খবর আসছে। স্বাভাবিকভাবেই স্বাস্থ্যমন্ত্রক উদ্বিগ্ন।

[আরও পড়ুন: বাবা হলেন দক্ষিণী অভিনেতা রামচরণ, বিয়ের ১১ বছর পর সন্তান সুখ পেলেন অভিনেতা]

এদিন স্বাস্থ্যমন্ত্রকের বৈঠক শেষে আরও একটি বিষয়ে আলোকপাত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, দেশে করোনা ভাইরাস মহামারী প্রায় শেষের দিকে। তবে কেন্দ্র এখনই সতর্কতা কমাচ্ছে না। করোনা ভাইরাসের যে কোনও ভয়ংকর স্ট্রেনের বিরুদ্ধে সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement