সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃষ্টি ছাপিয়ে যাবে স্রষ্টাকে। ‘বুদ্ধিমান’ যন্ত্রের কোপে চাকরি খোয়াবে ‘বোকা’ মানুষ। পৃথিবীতে শেষ হয়ে যাবে মানুষের আধিপত্য! ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এহেন আশঙ্কা বরাবরই ছিল। এবার তা আরও বাড়িয়ে দিলেন স্যাম অল্টম্যান। বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া চ্যাটবট ChatGPT-র স্রষ্টা ‘ওপেন এআই’ সংস্থার সিইও পদে রয়েছেন তিনি।
মঙ্গলবার এই নতুন তথা আলোড়ন ফেলে দেওয়া প্রযুক্তি নিয়ে মার্কিন সেনেটের একটি কমিটির কাছে বক্তব্য পেশ করেন স্যাম অল্টম্যান। অত্যন্ত স্পষ্ট ভাষায় তিনি জানান, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ ছাপাখানার মতোই যুগান্তকারী প্রযুক্তি। তবে এর থেকে যথেষ্ট ভয়ের কারণও রয়েছে। এক্ষেত্রে সরকারী নজরদারী এবং নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজনীয়। অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব ফেলবে বলেও মেনে নেন অল্টম্যান। তাঁর কথায়, “চাকরির ক্ষেত্রে এই প্রযুক্তির প্রভাব পড়বেই। অনেকেই হয়তো জীবিকা হারাবেন। এটা নিয়ে আমাদের মত অত্যন্ত স্পষ্ট।”
[আরও পড়ুন: কোয়ান্টাম কম্পিউটার আর কষ্টকল্পনা নয়]
সেনেটে সদস্যদের সামনে অল্টম্যান স্বীকার করে নেন যে, চ্যাটবটগুলির মাধ্যামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো সম্ভব। এবং নির্বাচনে এহেন চাতুরির প্রভাব গণতন্ত্রকে বিপন্ন করতে পারে বলে তাঁর আশঙ্কা। এই বিষয়ে কনেক্টিকাটের ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেন্থালের বক্তব্য, “ভবিষ্যতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্য চাই না।” ওপেন এআই সংস্থার উপর আরও নিয়ন্ত্রণ এবং আইনের কাছে জবাবদিহি করার পথ আরও প্রশস্থ করার পক্ষেই মত দেন সেনেট কমিটির সদস্যদের অনেকেই।
উল্লেখ্য, সম্প্রতি কর্মীনিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল আইবিএমের (IBM) তরফে। তবে সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে দাঁড়িয়েছে সংস্থাটি বলে খবর। আগামী কয়েক বছরের মধ্যে প্রায় ৭ হাজার ৮০০ পদের কাজ করবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স! সংস্থার সিইও অরবিন্দ কৃষ্ণ জানান, ব্যাক অফিসে যে কর্মী নিয়োগের কথা ছিল, তা আপাতত করা হচ্ছে না। তিনি আরও জানান, যে ৩০ শতাংশ কর্মীকে সরাসরি ক্লায়েন্টদের মুখোমুখি হতে হয় না, আগামী পাঁচ বছরে তাঁদের পরিবর্ত হিসেবে জায়গা করে নেবে এআই।