সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা জল্পনা, কানাঘুষো পেরিয়ে অবশেষে গন্তব্য ঠিক হল। আলাদা দল গঠন করে নিজস্ব সাম্রাজ্য নয়, বিজেপির ছত্রছায়ায় থেকে হেমন্ত সোরেনের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন ঝাড়খণ্ডের 'টাইগার' চম্পাই সোরেন। তাঁর বিজেপি যোগের দিনক্ষণও স্থির হয়ে গিয়েছে। শুক্রবার অর্থাৎ ৩০ আগস্ট বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সোমবার রাতে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা।
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন উপলক্ষে সেখানে বিজেপির নির্বাচনী কমিটির দায়িত্বে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোমবার সোশাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন তিনি। সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে চম্পাইকে। সেখানে উপস্থিত রয়েছেন হিমন্তও। ছবির সঙ্গে হিমন্ত লেখেন, 'কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আদিবাসী নেতা চম্পাই সোরেন। ৩০ অগস্ট রাঁচিতে তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেবেন।' পাশাপাশি সংবাদ মাধ্যমের দৌলতে এক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে হিমন্ত ও চম্পাই সোরেন একই গাড়িতে বসে। জানা যাচ্ছে, এই ভিডিও অমিত শাহের বাসভবন থেকে বের হওয়ার ভিডিও।
[আরও পড়ুন: ‘কৃষকরা ধর্ষক’! কঙ্গনার মন্তব্যে বিজেপিকে ঝাঁজাল আক্রমণ রাহুলের]
উল্লেখ্য, হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন চম্পাই সোরেন। তবে হেমন্ত ফেরার পর সেই কুরসি ছাড়তে হয় তাঁকে। এর পর থেকে জেএমএম নেতা ক্রমাগত পড়েছেন পিছনের সারিতে। এই অবস্থায় নিজের যন্ত্রণার কথা তুলে ধরে সোশাল মিডিয়ায় তিনি জানান, তাঁর কাছে এখন ৩ রাস্তা, অবসর, নতুন দল গঠন ও নতুন সঙ্গীর খোঁজ। চম্পাই কোন পথে যাবেন গত কয়েকদিন ধরে তা নিয়ে বিস্তর জল্পনা চলেছিল রাজনৈতিক মহলে। বঙ্গে শুভেন্দু অধিকারীর পাশাপাশি দফায় দফায় দিল্লিতে যেতে দেখা যায় তাঁকে।
[আরও পড়ুন: দীর্ঘ বৈঠকে কাটল জোটের জট, কাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স আসন রফা চূড়ান্ত]
মাঝে অবশ্য জল্পনা জোরাল হয় আলাদা দল গঠন করে ঝাড়খণ্ডে লড়াইয়ে নামবেন তিনি। তবে সব জল্পনায় দাড়ি টেনে দিলেন ঝাড়খণ্ডে বিজেপির নির্বাচনী দায়িত্বে থাকা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। সোমবার রাতে স্পষ্ট করে দিলেন, বিজেপিতেই যাচ্ছেন ঝাড়খণ্ডের টাইগার নামে পরিচিত চম্পাই। উল্লেখ্য, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলে হেমন্ত সোরেনের পর দ্বিতীয় প্রভাবশালী নেতা হিসেবে সবার আগে উঠে আসে চম্পাইয়ের নাম। ঝাড়খণ্ডকে পৃথক রাজ্য করার দাবিতে চলা আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিলেন ৭ বারের বিধায়ক চম্পাই বর্তমানে ঝড়খণ্ডের মন্ত্রীও। ভোটের আগে তাঁর বিজেপি যোগ নিশ্চিতভাবেই জেএমএমের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।