সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের রাজ্যস্তরের সাংগঠিনক বৈঠকের আগেই মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাল কাজের স্বীকৃতি স্বরূপ যে মন্ত্রিসভায় ফের গুরুত্ব বাড়ল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকলেই মন্ত্রিসভার রদবদল ঘটানো হয়। পরিবর্তিত মন্ত্রিসভায় পুর ও নগরোন্নায়ন দপ্তরের দায়িত্ব পেলেন ফিরহাদ। কলকাতার মেয়র হওয়ার আগে ১০ বছর এই দায়িত্ব সামলেছিলেন তিনি। পরে এই দায়িত্ব চলে যায় চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) হাতে। এবার নতুন করে তা ফিরে পেলেন ফিরহাদ (Firhad Hakim)। এর সঙ্গে আগের মতোই আবাসন ও পরিবহণ দপ্তরের কাজও সামলাবেন তিনিই। মুখ্যমন্ত্রীর তরফে নয়া তালিকা গতকালই রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে পাঠিয়েও দেওয়া হয়। আজ টুইটারে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ খবর নিশ্চিতও করে দেন রাজ্যপাল।
[আরও পড়ুন: রাতের কলকাতায় রহস্যময় অটোয় মাদক পাচার! লালবাজারের জালে ‘ড্রাগ কুইন’ শাহিদা]
এদিকে, অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী হয়ে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি এই দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত থেকেই কার্যত স্পষ্ট যে যাঁরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তাঁদেরই গুরুত্ব বাড়ানো হল।
দলের রাজ্য কমিটির পুনর্বিন্যাসের কাজ ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। আজ, মঙ্গলবার নজরুল মঞ্চের সভা থেকে তা ঘোষণা করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় আমন্ত্রিত দলের সাংসদ, বিধায়ক-সহ সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব। থাকবেন কলকাতার পাশাপাশি বাকি চার পুরনিগমের নেতৃত্বও। সূত্র মারফত জানা গিয়েছে, নতুন কমিটি গড়ে তার পদাধিকারীদের আজ জরুরি বার্তা দেবেন তৃণমূলনেত্রী।