সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত রবিবার প্রকাশিত হয়েছে আইএসএলের চলতি বছরের সূচি। এবারই দেশের সেরা ফুটবল টুর্নামেন্টে অভিষেক ঘটতে চলেছে মহামেডানের। কিন্তু তার আগেই সমস্যা সাদা-কালো শিবিরে।
মহামেডানের ইনভেস্টার হিসেবে দীর্ঘদিন ধরেই রয়েছে বাঙ্কারহিল। আইএসএলের আগে শ্রাচী স্পোর্টস অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই জটিলতা তৈরি হল মহামেডান দলে। সম্প্রতি বাঙ্কারহিল কর্তা দীপককুমার সিং একটি ভিডিওবার্তায় নিজের বক্তব্য তুলে ধরেন। সেখানে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "আইএসএলে খেলার জন্য বাঙ্কারহিল একটি চুক্তি করেছিল। কিন্তু সেই টার্মশিট চূড়ান্ত করা আগে ক্লাব থেকে অনেক বদল দাবি করা হয়। যেটা আমরা মানতে পারছি না। সেখানে বলা হয়েছিল, মহামেডানের বোর্ড, শ্রাচী স্পোর্টস ও বাঙ্কারহিল থেকে দুজন করে সদস্য থাকার কথা ছিল।"
[আরও পড়ুন: ঘরের মাঠে হার লাজংয়ের, দুই পাহাড়ি ক্লাবের লড়াইয়ে ডুরান্ডের ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড]
কিন্তু দীপককুমারের দাবি, ক্লাবের তরফ থেকে নাকি সেখানে নিজেদের পাঁচজনের সদস্যপদ চাওয়া হয়েছে। এমনকী, বোর্ডের চেয়ারম্যান পদেও মহামেডানের একজনকেই চাওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া তাঁর বক্তব্য, "৬১ শতাংশ শেয়ার বাঙ্কারহিলের কথা ছিল। কিন্তু সেটা এখনও ট্রান্সফার করা হয়নি। এই পরিস্থিতিতে আমরা কোনও ইনভেস্টরকে আমরা ক্লাবে আনতে পারব না। গত চার বছর একসঙ্গে কাজ করার পর এই চুক্তি আমরা করতে পারছি না।"
[আরও পড়ুন: ডার্বি বাতিলের পর মোহনবাগান ম্যাচ ঘিরে তৎপর পুলিশ, যুবভারতীতে টিফো নিয়ে প্রবেশ নিষেধ]
তিনি আরও বলেন, "সামনের সময় কঠিন হতে চলেছে। কিন্তু মহামেডান ক্লাবের কর্তৃপক্ষ যথেষ্ট যোগ্য। তারা এতদিন ক্লাব চালিয়ে এসেছেন। কিছু না কিছু উপায় তারা ঠিকই খুঁজে নেবেন। তাঁদেরকে আমি শুভেচ্ছা জানাই।"