shono
Advertisement

শুষ্ক হ্রদকে পূর্ণ করার উদ্যোগ, চেন্নাইয়ের জলসংকট মেটাতে প্রাথমিক কাজ শেষ

এই মুহূর্তেই হ্রদের জল পানযোগ্য কি না, তা পরীক্ষাসাপেক্ষ৷ The post শুষ্ক হ্রদকে পূর্ণ করার উদ্যোগ, চেন্নাইয়ের জলসংকট মেটাতে প্রাথমিক কাজ শেষ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:22 PM Jun 27, 2019Updated: 04:22 PM Jun 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণের গ্রাসে শুকিয়ে গিয়েছে বেশ কয়েকটি হ্রদ৷ ফলে চেন্নাই শহরে জলের নিদারুণ অভাব৷ অন্তত ৪টি হ্রদের জলশূন্য দশা আচমকাই বিপাকে ফেলেছে শহরবাসীকে৷ তবে এত উদ্বেগের মধ্যেও সুখবর৷ ৮৫ একরের পারুথাপাট্টু লেক জলপূর্ণ হয়ে উঠেছে৷ ২৮ কোটি টাকার প্রকল্পে খননকাজে হ্রদের গভীরতা আরও বেড়ে যাওয়ায়, সমস্যা কিছুটা সমাধানের পথে৷

Advertisement

[আরও পড়ুন: হরিয়ানায় দুষ্কৃতী-রাজ! প্রকাশ্যে খুন রাজ্য কংগ্রেসের মুখপাত্র]

জলকষ্ট সমাধানে চেন্নাইয়ের আভাদি পুরসভা হ্রদগুলি সংস্কারে উদ্যোগী হয়েছে৷ ২৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয় পারুথাপাট্টু লেকের খননকাজে৷ গভীরতা বৃদ্ধির মাধ্যমে হ্রদের পূর্ব চেহারা ফিরিয়ে আনার চেষ্টা চলেছে৷ ৫০০ জন খননকাজে হাত লাগায়৷ ১২ ফুট গভীর এবং ৩ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে খোঁড়া হয়৷ সেখান থেকে নিকাশি ব্যবস্থাকেও কিছুটা উন্নতির জন্য আরও ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়৷ প্রথম ধাপের কাজ শেষ৷ আগামী সপ্তাহ থেকে হ্রদে জলসরবরাহের কাজ হবে৷ এর জন্য পাম্পিং ব্যবস্থা এবং পুনর্ব্যবহারযোগ্য উপায়ে জল আনার ব্যবস্থা হয়েছে৷ পুরসভা সূত্রে জানা গিয়েছে, এখানকার জল আশেপাশের শিল্পাঞ্চলে টাকার বিনিময়ে দেওয়া হবে৷ তাতে আদতে অনেক দিক থেকে লাভ হবে৷

বিপদ মোকাবিলায় গোটা প্রকল্পটির মাস্টারমাইন্ড আসলে তামিলনাডুর সংস্কৃতি মন্ত্রী কে পান্ডিয়ারাজন৷ যিনি প্রায় আড়ালে থেকেই এই রাস্তা বের করেছেন৷ আভাদি পুরসভাকে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে কাজটি করিয়ে নিয়েছেন৷ প্রকল্প প্রায় শেষের পথে৷ তাই এবার তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন৷ বলছেন, ‘আভাদি মূল হ্রদঘেরা জেলা৷ অন্তত ১৫টি লেক আছে এখানে৷ আপাতত পারুথাপাট্টু লেকে সংস্কার করে জলসংরক্ষণের কাজ করা হয়েছে৷ বাকিগুলোতেও করা হবে৷ পরিবেশের জন্যই এই উদ্যোগ৷ আশা করি, সফল হব৷’

[আরও পড়ুন:উর্দু গীতা, পারসি রামায়ণের অমূল্য সম্পদ দিল্লির এই একচিলতে ঘরে]

এখনই কি এই লেক চেন্নাইয়ের জলকষ্ট মেটাতে পারবে? এই প্রশ্নের কিন্তু তত আশাব্যঞ্জক উত্তর মিলছে না৷ মন্ত্রী পান্ডিয়ারাজন জানাচ্ছেন, এক্ষুণি জলসমস্যা মেটানোর মতো পরিস্থিতি নেই৷ তাঁর কথায়, ‘এই মুহূর্তে লেকের জল মানুষের পানের যোগ্য নয়৷ অন্যরকমভাবে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে৷ তাই পরীক্ষা করে দেখতে হবে, পানের জন্য কতটা বিশুদ্ধ৷ তার জন্য কিছুটা সময় লাগবে৷’ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এমাসের মধ্যে চেন্নাইয়ের হ্রদগুলি কীভাবে শুকিয়ে যাচ্ছে, তা ইউরোপিয়ান স্পেস এজেন্সির রিপোর্টে তা প্রকাশিত হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে৷

The post শুষ্ক হ্রদকে পূর্ণ করার উদ্যোগ, চেন্নাইয়ের জলসংকট মেটাতে প্রাথমিক কাজ শেষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement