shono
Advertisement
Donald Trump

এবার বিদেশি গাড়িতে ২৫ শতাংশ শুল্ক! ট্রাম্পের নয়া ঘোষণায় শঙ্কিত বণিকমহল

২ এপ্রিল থেকে কার্যকর হবে বিদেশ গাড়ির উপর শুল্ক।
Published By: Kishore GhoshPosted: 11:10 AM Mar 27, 2025Updated: 11:14 AM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্ক-অস্ত্রে একের পর এক দেশকে ঘায়েল করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পথে হেঁটেই এবার আমেরিকায় আমদানি হওয়া সমস্ত গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চলেছে মার্কিন প্রশাসন। বুধবার নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই সিদ্ধান্তের সুবিধা পাবে মার্কিন অর্থনীতি। প্রথমত, দেশের বাজারে গাড়ি উৎপাদন বাড়বে। দ্বিতীয়ত, মার্কিন রাজকোষে ঢুকবে অতিরিক্ত ১০ হাজার কোটি ডলার। কবে থেকে চালু হচ্ছে এই নয়া শুল্ক নীতি?

Advertisement

আগেই পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যার পর মার্কিন প্রশাসনের মন পেতে একাধিক ক্ষেত্রে শুল্ক ছাড় দিয়েছে ভারত। এরপরেও ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি অব্যাহত। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের মুখে আমদানিকৃত গাড়ির ক্ষেত্রে শুল্ক চাপানোর কথা শোনা গিয়েছিল। এবার তা কার্যকর করার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানালেন, ২ এপ্রিল থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। পরের দিন ৩ এপ্রিল থেকে শুল্ক নেওয়া শুরু হবে। যদিও ট্রাম্পের শুল্ক চাপানোর এই সিদ্ধান্তে অখুশি সে দেশের বণিকমহল। কেন?

তাঁদের বক্তব্য, এর খারাপ প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে। ট্রাম্পের দাবি উড়িয়ে তাঁরা জানিয়েছেন, হঠাৎ করে দেশে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করা যায় না। তাছাড়া অতিরিক্ত শুল্কের ফলে মধ্যবিত্তের গাড়ি ইচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে ক্ষেত্রে দেশে গাড়ির উৎপাদন বৃদ্ধি দূর, উলটে হ্রাস পেতে পারে উৎপাদন। ট্রাম্প অবশ্য জানিয়ে দিয়েছেন, আমদানিকৃত গাড়ির উপরে ২৫ শতাংশ শুল্ক পাকাপাকি ভাবেই বসনো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement