shono
Advertisement
Kashmir rail

অবশেষে রেল মানচিত্রে জুড়ছে ভূস্বর্গ, এপ্রিলেই মোদির হাতে সূচনা কাটরা-শ্রীনগর রেল পরিষেবার!

এখনই অবশ্য দিল্লি থেকে শ্রীনগর পরিষেবা চালু হচ্ছে না।
Published By: Subhajit MandalPosted: 11:14 AM Mar 27, 2025Updated: 11:15 AM Mar 27, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: অপেক্ষার অবসান। অবশেষে দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে কাশ্মীর উপত্যকা। সব ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটিই হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস।

Advertisement

রেল সূত্রের খবর, কাটরা থেকে শ্রীনগর রেলপথের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাটরায় উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। ওই দিনই প্রধানমন্ত্রী কাটরায় একটি জনসভা করবেন এবং বিশ্বের উচ্চতম রেল ও আর্চ সেতু চিনাব ব্রিজ পর্যবেক্ষণে যাবেন।

আসলে বুলেট ট্রেন, বন্দে ভারতের মতোই কাশ্মীরে রেল পথের বিস্তারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনের কাছাকাছি থাকা অন্যতম প্রকল্প। গত বছরের শেষদিকেই হয়ে গিয়েছে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথ বিস্তার, বিভিন্ন টানেল ও সবথেকে গুরুত্বপূর্ণ চিনাব ব্রিজের কাজ। আইফেল টাওয়ারের থেকেও উঁচু এই ব্রিজ হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল ও আর্চ সেতু। শুরুতে ঠিক ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছর সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগেই হয়ে যাবে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চিনাবের উদ্বোধন। যার সঙ্গে ভারতীয় রেলের মানচিত্রে জুড়ে যাবে কাশ্মীরও। প্রধানমন্ত্রীর ইচ্ছা থাকলেও সেই সময়ের মধ্যে কাজ শেষ করে উঠতে পারেনি রেল। গত বছরের শেষ দিকেই অবশ্য তা সম্পন্ন হয়ে যায়।

প্রথমে ঠিক ছিল সরাসরি রাজধানী দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত রেল পরিষেবা চালু হবে। কিন্তু মাঝখানে বাদ সাধে গোয়েন্দা রিপোর্ট। শোনা গিয়েছে, রাজধানী থেকে সরাসরি শ্রীনগর পর্যন্ত ট্রেন পরিষেবা চালুতে ছাড়পত্র দেয়নি। সেকারণে দিল্লি থেকে শ্রীনগর পরিষেবা এখনই চালু হচ্ছে না। তবে কাটরা-শ্রীনগর পরিষেবা চালু হচ্ছে এপ্রিলেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে কাশ্মীর উপত্যকা।
  • সব ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন।
  • কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটিই হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস।
Advertisement