জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পুষ্টিকর খাবার দেওয়ার নামে এ যেন বিপদ ডেকে আনা! উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গোপালনগর থানার গঙ্গানন্দপুর পঞ্চায়েত এলাকার শিশুশিক্ষা কেন্দ্রে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ (Expired) পুষ্টিকর খাবারের প্যাকেট দেওয়া হচ্ছে বেশ কয়েকদিন ধরে। বৃহস্পতিবার হাতেনাতে তা ধরে ফেললেন অভিভাবকরা। বিক্রমপুর শিশুশিক্ষা কেন্দ্রে সেসব প্যাকেট নিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্রমপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই শিক্ষাকেন্দ্রে ঠিকমতো পঠনপাঠন হয় না। শিশুদের যে খাবার দেওয়া হয়, তা একেবারেই নিম্নমানের। চালে-ডালে পোকা থাকে, যা খেয়ে মাঝেমধ্য বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, এই শিশুশিক্ষা কেন্দ্র এলাকায় শতাধিক শিশু রয়েছে। বুধবার সকালে অভিভাবকদের হাতে শিশুদের জন্য পুষ্টিকর খাবারের (Nutrition food) প্যাকেট দেওয়া হয়। অভিযোগ, সেই প্যাকেটগুলি থেকে খাবার খেয়ে একাধিক শিশু বমি করে অসুস্থ হয়ে পড়ে। এর পর অভিভাবকরা দেখেন, পুষ্টির প্যাকেটের গায়ে যে তারিখ লেখা রয়েছে, তা উত্তীর্ণ হয়ে গিয়েছে। ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।
[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দাউদাউ আগুনে আতঙ্ক ছড়াল কেষ্টপুরের বাজারে]
বৃহস্পতিবার সকালে ওই প্যাকেটগুলি হাতে নিয়ে স্কুলের সামনে জড়ো হন অভিভাবকরা। ক্ষোভ উগড়ে দেন। দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা স্কুলে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শিক্ষিকার বক্তব্য, ”প্যাকেটগুলি যেভাবে পাঠানো হয়েছিল, সেভাবেই বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম। তারিখ খেয়াল করা হয়নি। অভিযোগের কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। যে পরিমাণে টাকা আমরা পাই, সবসময় সবজি খাওয়ানো সম্ভব হয় না, তবে চাল যেটা আসে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই খাওয়ানো হয়।”
[আরও পড়ুন: ‘কাজ করতে গেলে মাথা গরম হয়…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদ মিটল আইনজীবীদের]
রাজ্য ও কেন্দ্রের পক্ষ থেকে বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। কিন্তু সত্যিই কি শিশুরা পুষ্টিকর খাবার পাচ্ছে? নাকি সরকারের ঘোষণাই সার? গোপালনগরের বিক্রমপুর শিশুশিক্ষা কেন্দ্রের ঘটনায় সেই প্রশ্ন রয়েই গেল।
দেখুন ভিডিও: