সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গি (Khalistani Terrorist) নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে রয়েছে চিন! চাঞ্চল্যকর দাবি করলেন কানাডার (Canada) এক ব্লগার। তাঁর দাবি, আন্তর্জাতিক মহলে ভারতকে (India) চাপের মুখে ফেলার জন্যই এমন ছক কষেছে চিন (China)। নিজ্জরের খুনের সঙ্গে ভারতের নাম জড়িয়ে দিয়ে পশ্চিমি দুনিয়ার সামনে নয়াদিল্লিকে বিপাকে ফেলা যাবে- এই উদ্দেশ্যকে সামনে রেখেই গোটা পরিকল্পনা সাজানো হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন নিজ্জর খুনে ভারতের হাত থাকতে পারে।
চিনে জন্মগ্রহণকারী মানবাধিকার কর্মী জেনিফার ঝেং বর্তমানে আমেরিকায় বসবাস করেন। সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, চিনা কমিউনিস্ট পার্টির মদতেই খুন হয়েছেন নিজ্জর। তার আগেই সিয়াটলে গিয়ে গোপন বৈঠক করেন চিনা কমিউনিস্ট পার্টির নেতারা। সেখানেই ঠিক হয়, নিজ্জরের খুনের সঙ্গে ভারতের নাম জড়িয়ে দিতে হবে। তাহলেই পশ্চিমি দুনিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে চিড় ধরানো সম্ভব হবে।
[আরও পড়ুন: তৃতীয় মহিলা হিসাবে অর্থনীতিতে নোবেল, শ্রমজীবী নারীদের গুরুত্ব বুঝিয়ে বাজিমাত ক্লডিয়ার]
ব্লগারের দাবি, দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনেই ভারতকে প্যাঁচে ফেলতে এই পরিকল্পনা ছিল চিনের। পরিকল্পনার অংশ হিসাবেই নিজ্জরের খুনিরা ভারতীয় টানে ইংরাজি বলা শিখে নেয়, যেন প্রত্যক্ষদর্শীরা খুনিদের ভারতীয় বলে ভুল করে। তারপরেই নানা কায়দায় এই খুনের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের যোগ সাজিয়ে দেয় চিনের প্রশাসন। যদিও এই বিস্ফোরক ভিডিও নিয়ে চিনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ আনেন, কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। দুই দেশের কূটনৈতিক চাপানউতোর এখনও অব্যাহত। তার মধ্যেই বিস্ফোরক দাবি ব্লগারের।