সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৬২ সালে অসম ও অরুণাচল প্রদেশকে 'বাই বাই' করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কিন্তু মোদির আমলে চিনের সাধ্যও নেই ভারতীয় ভূখণ্ডের 'এক ইঞ্চিও' দখল করা। এমনই কথা বলতে শোনা গেল অমিত শাহকে (Amit Shah)। ভোটপ্রচারে এসে অসমের (Assam) লখিমপুরে এক জনসভায় যোগ দিয়েছিলেন শাহ। সেখানেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তাঁকে।
এদিন শাহকে বলতে শোনা যায়, ''১৯৬২ সালে চিনা হামলার সময় নেহরু অসম (Assam) ও অরুণাচল প্রদেশকে 'বাই বাই' করে দিয়েছিলেন। এই রাজ্য দুটির বাসিন্দারা এটা কোনও দিনই ভুলতে পারবেন না। কিন্তু আজ, চিন আমাদের এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না। এমনকী, ডোকলামেও আমরা ওদের ধাক্কা মেরে সরিয়ে দিয়েছি।''
[আরও পড়ুন: নির্বাচনের আগে চড়ছে শেয়ার বাজার, প্রথমবার ৭৫ হাজারের গণ্ডি পার সেনসেক্সের]
সেই সঙ্গে তাঁর দাবি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা অসমে প্রবেশ করত আগে। ওই রাজ্যের 'দরজা' খুলে দেওয়া হয়েছিল অনুপ্রবেশকারীদের জন্য। কিন্তু কেন্দ্রে মোদি সরকার ও অসমে হিমন্ত বিশ্ব শর্মা সরকার আসার পরে পরিস্থিতি বদলেছে। শাহর কথায়, ''আজ আমরা বলতেই পারি, অনুপ্রবেশ বন্ধ হয়ে গিয়েছে।''
পাশাপাশি অসমের পূর্বতন কংগ্রেস সরকারকে তোপ দেগে শাহ বলেন, হাত শিবির এই রাজ্যের সঙ্গে অন্যায় করেছে। বহু হিংসাত্মক আন্দোলন ওই সময় হয়েছে। সন্ত্রাসবাদও মাথাচাড়া দিয়েছিল। তাঁর দাবি, ''মোদি সরকারের আমলে গত ১০ বছরে শান্তি প্রক্রিয়ায় ৯ হাজার যুবক আত্মসমর্পণ করেছে।''