shono
Advertisement

মানস সরোবরে স্নান করতে বাধা চিনা প্রশাসনের, সুষমার কাছে অভিযোগ পূণ্যার্থীদের

ডোকলাম সমস্যা মেটায় আবার খুলছে নাথুলা পাস, শুরু হচ্ছে কৈলাস যাত্রা৷ The post মানস সরোবরে স্নান করতে বাধা চিনা প্রশাসনের, সুষমার কাছে অভিযোগ পূণ্যার্থীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:48 PM May 28, 2018Updated: 08:33 PM May 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ কৈলাস যাত্রায় গিয়ে চিনা প্রশাসনের আক্রোশের মুখে পড়তে হয়েছে তাঁদের৷ বাধা দেওয়া হয় মানস সরোবরে পূণ্যস্নানে৷ বিদেশমন্ত্রকে এমনই অভিযোগ দায়ের করেলেন বেশকিছু পূণ্যার্থী৷ ঘটনার পূর্ণতদন্তের আশ্বাস দিয়েছে বিদেশমন্ত্রক৷

Advertisement

[ভূমিকম্পের গুজবে বিহারে পদপিষ্ট হয়ে জখম অন্তত ১০০]

ডোকলাম নিয়ে গতবছর তুঙ্গে উঠেছিল ভারত-চিন সম্পর্ক৷ কাউকে ছেড়ে কথা বলতে রাজি ছিল না কোনও পক্ষই৷ বিতর্কিত ডোকলামে নিজেদের আধিপত্য কায়েম করতে উদ্ধত হয়ে উঠেছিল বেজিং৷ যার প্রতিবাদ করেছিল নয়াদিল্লি৷ উত্তেজনা চরমে উঠলে, ভারতীয় পূণ্যার্থীদের জন্য নাথু লা বন্ধ করে দেয় চিন৷ দীর্ঘ ৭২ দিনের টানাপোড়েনের পরে মেলে সমাধান৷ মিটে যায় ভারত-চিনের মধ্যে তৈরি হওয়া ডোকলাম সমস্যা৷ গতমাসে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ সূত্রের খবর, সেখাতে বিস্তারিত কথা হয় কৈলাস যাত্রা নিয়ে৷ এরপরে চলতি মাসের শুরুতেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঘোষণা করেন, চিনা প্রশাসনের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে নাথু লা৷ ফলে আবারও কৈলাস যাত্রা করতে পারবেন ভারতীয় পূণ্যর্থীরা৷ তবে এই ঘোষণার ঠিক কুড়ি দিনের মাথায় এমন অভিযোগ জমা পড়ায় অস্বস্তিতে পড়েছে বিদেশমন্ত্রক৷ এবারও যাতে এমন ঘটনা না ঘটে সেদিকে নজরে রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে৷

[পেট বড় বালাই, কুলির কাজ করেই দিন গুজরান এই গৃহবধূর]

প্রত্যেক বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে তিব্বতের মানস সরোবরে যাত্রা করে থাকেন ভারতীয় পূণ্যার্থীরা৷ বিদেশমন্ত্রকের তত্বাবধানে হয়ে থাকে এই পূণ্যযাত্রা৷ মূলত নাথু লা ও লিপুলেখ পাসের মাধ্যমে ভারত থেকে তিব্বতে প্রবেশ করেন পূণ্যার্থীরা৷ তারপর কড়া নিরাপত্তা বলয়ে তাঁদের কৈলাস পর্যন্ত নিয়ে যায় চিন প্রশাসন৷ ডোকলাম বিবাদের কারণে গতবছর বন্ধ থাকার পরে চলতি বছরে আবারও শুরু হচ্ছে কৈলাস যাত্রা৷ এবার ১৫৮০ জন পূণ্যার্থীর যাত্রার ব্যবস্থা করেছে বিদেশমন্ত্রক৷

The post মানস সরোবরে স্নান করতে বাধা চিনা প্রশাসনের, সুষমার কাছে অভিযোগ পূণ্যার্থীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement