shono
Advertisement
China

তাইওয়ানের প্রেসিডেন্টকে ধন্যবাদ মোদির, প্রধানমন্ত্রীর আচরণে প্রতিবাদ ক্ষুব্ধ চিনের

Published By: Anwesha AdhikaryPosted: 07:40 PM Jun 06, 2024Updated: 07:40 PM Jun 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাইওয়ানের প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তায় জবাব দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই জন্য ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানাল চিন। তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বেজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা কোনও দেশ তাইওয়ান প্রশাসনের কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না। তবে এই নিয়ে ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Advertisement

তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে মোদিকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আগামী দিনের ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী তাইওয়ান, এই বার্তাও দেন তিনি। এক্স হ্যান্ডেলেই তাইওয়ান প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়ে পোস্ট করেন মোদিও (Narendra Modi)। আর্থিক ক্ষেত্রে যৌথভাবে কাজের বার্তা দেন তিনি।

[আরও পড়ুন: শুভেচ্ছা জানিয়েও মোদিকে ‘খোঁচা’! খলিস্তানি বিতর্কের আবহে কী বললেন ট্রুডো?

মোদির এই আচরণেই ক্ষুণ্ণ হয়েছে চিন (China)। কারণ তাইওয়ানকে স্বীকৃতি দেয় না বেজিং। আলাদা করে তাইওয়ানের সরকারকে ভারতও স্বীকৃতি দেয় না। সরকারিভাবে কূটনৈতিক সম্পর্কও নেই ভারত-তাইওয়ানের। তবে দ্বীপরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির যোগাযোগ রয়েছে বেসরকারিভাবে। এহেন পরিস্থিতিতে মোদির এক্স হ্যান্ডেলে পোস্ট নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বেজিং। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, "তাইওয়ানের (Taiwan) স্থানীয় প্রশাসনের সঙ্গে সরকারিভাবে এমন কোনও দেশ যদি যোগাযোগ রাখে যাদের সঙ্গে চিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তাহলে সেই ঘটনার কড়া নিন্দা করবে চিন।"

উল্লেখ্য, মোদিকে এখনও শুভেচ্ছা জানাননি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে চিনের তরফে পাঠানো হয়েছে শুভেচ্ছা। বুধবার সাংবাদিক বৈঠকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “নির্বাচনে জয়লাভ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা। ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চিন তৈরি। দুদেশের সম্পর্কের স্থিতিশীল উন্নতি হোক আমরা এটাই চাই। আগামিদিনে দুদেশের স্বার্থ ও নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্য পূরণে আমাদের নজর থাকবে।” কিন্তু পরের দিনই মোদির আচরণের কড়া নিন্দা চিনের।

[আরও পড়ুন: প্রথমবার বার্ড ফ্লুতে মানুষের মৃত্যু, নয়া মহামারীর আশঙ্কা মেক্সিকোয়!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে মোদিকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে।
  • সরকারিভাবে কূটনৈতিক সম্পর্কও নেই ভারত-তাইওয়ানের। তবে দ্বীপরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির যোগাযোগ রয়েছে বেসরকারিভাবে।
  • মোদিকে এখনও শুভেচ্ছা জানাননি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে চিনের তরফে পাঠানো হয়েছে শুভেচ্ছা।
Advertisement