সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানকর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি চিনে (China)। যে সব দেশে করোনা (Coronavirus) সংক্রমণের ঝুঁকি অনেক বেশি সেখানে যাওয়া কিংবা আসার সময় বিমানকর্মীদের ডায়াপার পরে থাকার নির্দেশ দিল বেজিংয়ের বিমান মন্ত্রক। ৩৮ পাতার ওই নির্দেশিকায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে কী কী পরে থাকতে হবে বিমানকর্মীদের। যার অন্যতম ডায়াপার (Diaper)। সেই সঙ্গে সংক্রমণ এড়াতে শৌচাগারও ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
বিমানে আর কী কী পরে থাকতে হবে কর্মীদের? নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে মেডিক্যাল প্রোটেক্টিভ মাস্ক, গগলসের কথা। এছাড়া ‘ডিজপোসেবল’ অর্থাৎ একবার ব্যবহারের পরে ফেলে দিতে হবে এমন মেডিক্যাল রবার গ্লাভস, ক্যাপ, পোশাক ও জুতোর কভারের কথাও বলা হয়েছে। তবে ডায়াপারের নির্দেশ কেবলই বিমানের ক্রু সদস্যদের জন্য। বিমান চালকদের তা পরার দরকার নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে গগলস ও মাস্ক তাঁদেরও পরতে হবে।
[আরও পড়ুন: ফের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারত! আশঙ্কায় কাঁপছে পাকিস্তান, জারি সতর্কতাও]
এছাড়াও বলা হয়েছে, বিমানের ভিতরে থাকবে চারটি জোন – ক্লিন এরিয়া, বাফার জোন, প্যাসেঞ্জার সিটিং এরিয়া ও কোয়ারেন্টাইন এরিয়া। এছাড়াও শেষ তিনটি সারিকে ‘এমার্জেন্সি কোয়ারেন্টাইন এরিয়া’ হিসেবে রাখতে বলা হয়েছে নির্দেশিকায়। বিমানে সংক্রমণ এড়াতে এই ধরনের সাবধানতা অবলম্বন করতে চাইছে বেজিং।
গত বছরের ডিসেম্বরে ইউহান থেকে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। চিনের বিমান পরিষেবা সেই সময় ক্ষতিগ্রস্ত হলেও তা এখন খানিকটা স্বাভাবিক। বিশেষ করে ঘরোয়া উড়ানের ক্ষেত্রে। যদিও বহু দেশেই আন্তর্জাতিক উড়ান বন্ধ রয়েছে চিনের। তবে কয়েকটি দেশের সঙ্গে ধীরে ধীরে বিমান যোগাযোগ শুরু হয়েছে বেজিংয়ের।