সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় ঝুলছে সদ্য জেতা রুপোর পদক৷ সবে নেমেছেন পোডিয়াম থেকে৷ ঠিক সেই মুহূর্তেই সামনে হাঁটু গেড়ে বসে প্রেমিক দিচ্ছে বিয়ের প্রস্তাব৷ অনায়াসে এ কোনও বলিউডি সিনেমার দৃশ্য হতে পারত৷ কিন্তু এমন নাটকীয় মুহূর্তের বাস্তব সাক্ষী থাকল রিওর ওলিম্পিকের আসর৷
Advertisement
কল্পনার থেকে বাস্তব সত্য, এ তো বহুল প্রচলিত কথা৷কিন্তু বাস্তব যে কখনও কল্পনাকে ছাপিয়েও মধুর হয়ে উঠতে পারে তার নমুমা মেলে এরকম দু’একটা ঘটনায়৷ বাস্তবের মাটিতেও যে রূপকথার দৃশ্য রচনা করা যায়, তাই যেন দেখালেন এই অ্যাথলিট জুটি৷
The post রিওয় রোমান্স: পদক জিতেই বিয়ের প্রস্তাব পেলেন চিনা অ্যাথলিট appeared first on Sangbad Pratidin.