shono
Advertisement

রিওয় রোমান্স: পদক জিতেই বিয়ের প্রস্তাব পেলেন চিনা অ্যাথলিট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় ঝুলছে সদ্য জেতা রুপোর পদক৷ সবে নেমেছেন পোডিয়াম থেকে৷ ঠিক সেই মুহূর্তেই সামনে হাঁটু গেড়ে বসে প্রেমিক দিচ্ছে বিয়ের প্রস্তাব৷ অনায়াসে এ কোনও বলিউডি সিনেমার দৃশ্য হতে পারত৷ কিন্তু এমন নাটকীয় মুহূর্তের বাস্তব সাক্ষী থাকল রিওর ওলিম্পিকের আসর৷ রবিবার মহিলাদের স্প্রিংবোর্ড ইভেন্টে রূপো জিতেছিলেন হে জি৷ একই খেলায় পুরুষ বিভাগে ব্রোঞ্জ […] The post রিওয় রোমান্স: পদক জিতেই বিয়ের প্রস্তাব পেলেন চিনা অ্যাথলিট appeared first on Sangbad Pratidin.
Posted: 05:45 PM Aug 15, 2016Updated: 12:18 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় ঝুলছে সদ্য জেতা রুপোর পদক৷ সবে নেমেছেন পোডিয়াম থেকে৷ ঠিক সেই মুহূর্তেই সামনে হাঁটু গেড়ে বসে প্রেমিক দিচ্ছে বিয়ের প্রস্তাব৷ অনায়াসে এ কোনও বলিউডি সিনেমার দৃশ্য হতে পারত৷ কিন্তু এমন নাটকীয় মুহূর্তের বাস্তব সাক্ষী থাকল রিওর ওলিম্পিকের আসর৷

Advertisement

রবিবার মহিলাদের স্প্রিংবোর্ড ইভেন্টে রূপো জিতেছিলেন হে জি৷ একই খেলায় পুরুষ বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তাঁর প্রেমিক কিন কে৷ এবারের ওলিম্পিক তাঁদের জন্য যে অত্যন্ত সাফল্যের তা বলার অপেক্ষা রাখে না৷ তবে সাফল্যের সে রঙ ছড়াল ব্যক্তিগত ইভেন্টেও৷ হে জি যখন পোডিয়ামে দাঁড়িয়ে তখন সকলকে চমকে দিয়ে তাঁকে বিশ্বের সামনেই বিয়ের প্রস্তাব দেন প্রেমিক কিন৷ হে সম্মতি দেওয়ার পর, তাঁর হাতে আংটি পরিয়ে দেন কিন৷ হে-র চোখে যখন জল তখন স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক তাঁদের হাততালি দিয়ে শুভেচ্ছা জানান৷ প্রেমিকের এ কাজে বিস্মিত হে জি৷ জানাচ্ছেন, ‘আমরা ছয় বছর ধরে একে অন্যকে ভালবাসি৷ কিন্তু ও যে এভাবে প্রপোজ করতে পারে কখনও ভাবিনি৷’

কল্পনার থেকে বাস্তব সত্য, এ তো বহুল প্রচলিত কথা৷কিন্তু বাস্তব যে কখনও কল্পনাকে ছাপিয়েও মধুর হয়ে উঠতে পারে তার নমুমা মেলে এরকম দু’একটা ঘটনায়৷ বাস্তবের মাটিতেও যে রূপকথার দৃশ্য রচনা করা যায়, তাই যেন দেখালেন এই অ্যাথলিট জুটি৷

 

The post রিওয় রোমান্স: পদক জিতেই বিয়ের প্রস্তাব পেলেন চিনা অ্যাথলিট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement