shono
Advertisement

জিওর পর এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে এই সংস্থা

এর আগে ফেসবুকও নিজের ফ্রি ইন্টারনেট পরিষেবা Internet.org চালু করেছিল৷ The post জিওর পর এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে এই সংস্থা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:00 AM Feb 08, 2017Updated: 04:30 AM Feb 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ইন্টারনেটের বাজারে এবার জাঁকিয়ে বসতে চলেছে চিনা সংস্থা৷ কারণ ফেসবুকের পর এবার চিনা কোম্পানি আলিবাবাও এ দেশে ফ্রি ইন্টারনেট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ যা টেকস্যাভিদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর৷ শোনা যাচ্ছে, দেশের টেলিকম সংস্থা এবং ওয়াই-ফাই সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে এ নিয়ে একপ্রস্থ কথাবার্তাও হয়ে গিয়েছে আলিবাবার৷

Advertisement

(জঙ্গিগোষ্ঠীগুলিকে এখনও মদত দিয়ে চলেছে পাক সেনা: রিপোর্ট)

কোম্পানির বিদেশি বাজারের প্রেসিডেন্ট জ্যাক হুয়াং বলেন, “ইন্টারনেট অথবা ওয়াই-ফাই পরিষেবা দেয়, এমন সংস্থার সঙ্গে জোট বেঁধে কাজ করতে উৎসুক আমরা৷ অত্যন্ত কম খরচে গ্রাহককে ইন্টারনেট ডেটা এবং উন্নত পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য৷ শুধু তাই নয়, বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থাও করছি আমরা৷ টেলিকম সংস্থাগুলির সঙ্গে আলোচনা চলছে৷”

(২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে বিক্ষোভের মুখে চিকিৎসকরা)

সূত্রের খবর, দেশের যেসব রাজ্যে ইন্টারনেট পরিষেবা পেতে গ্রাহকদের এখন সমস্যা হয়, সেখানেই ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করবে এই চিনা কোম্পানি৷ যদিও এ বিষয়ে এখনও পর্য্ন্ত কোনও কোম্পানির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে৷ এর আগে ফেসবুকও নিজের ফ্রি ইন্টারনেট পরিষেবা Internet.org চালু করেছিল৷ তবে ভারতে সেই প্রকল্প মুখ থুবড়ে পড়ে৷ কারণ ফেসবুকের তরফে বলা হয়েছিল, সেই ইন্টারনেটে শুধুমাত্র বাছাই করা কিছু ওয়েবসাইটই খুলতে পারবেন গ্রাহকরা৷ যা ইন্টারনেট পরিষেবার নিয়ম লঙ্ঘন করার শামিল৷ এবার আলিবাবা এক্ষেত্রে কতটা সাফল্য পায়, সেটাই দেখার৷

The post জিওর পর এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে এই সংস্থা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement