সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস (Corona virus)-র জেরে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে চিনে। প্রচুর মানুষের মৃত্যু হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে একটি অদ্ভুত দাবি জানালেন ইউহান শহরের এক নার্স। ৩০ বছরের ওই যুবতী টিয়ান ফাংফাং বর্তমানে ইউহানের একটি সরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের সেবায় ব্যস্ত রয়েছেন।
আর ওই কাজের ফাঁকে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি পোস্ট করে সরকারের কাছে একটি প্রেমিক জোগাড় করার আরজি জানিয়েছেন। ওই ছবিতে দেখা যাচ্ছে নার্সের পোশাক পরে হাতে একটি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। আর ওই কাগজে লিখেছেন, ‘আমি আশাকরি যখনই এই মহামারি বা বিপর্যয় কেটে যাবে তখন আমার জন্য একজন প্রেমিক জোগাড় করে দেবে দেশ।’
[আরও পড়ুন: বিস্ময়কর স্মৃতিশক্তি! গড়গড় করে দেশ-বিদেশের নেতামন্ত্রীদের নাম বলে দিচ্ছে পুরুলিয়ার খুদে ]
ওই কাগজে আরও লেখা ছিল, ‘আমি একজন প্রেমিকের খোঁজ করলে এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত আছি। একজন নার্সের যা কর্তব্য তা ভালভাবে পালন করতে চাইছি। ইউহানের সমস্ত মানুষ ও আমরা মিলে এই ভাইরাস ও পরিস্থিতির মোকাবিলা করব। তারপর আশাকরি আমার কাজের পুরস্কার হিসেবে একটা প্রেমিক খুঁজে দেবে দেশ।’
[আরও পড়ুন: সন্তানকে বাঁচাতে ১০ ফুট লম্বা সাপের সঙ্গে লড়াই মা কাঠঠোকরার, ভাইরাল হাড়হিম করা ভিডিও]
ইউহানের ওই নার্সের ছবি-সহ এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই ভাইরাল হয়েছে। যে খবর শুনে ওই যুবতী বলছেন, ‘আমি যে একজনকে খুঁজছি এটা আজ সারা দেশের মানুষ জেনে গিয়েছে। এতে আমি খুব অবাক হয়েছি।’
The post ‘বিপর্যয় কাটলেই প্রেমিক চাই’, চিন সরকারের কাছে আরজি নার্সের appeared first on Sangbad Pratidin.